লক্ষ্য দেড় কোটি ভোট। রাজ্যের সংগঠনকে চাঙ্গা করতে ফের শাসকদলকে চড়া সুরে আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। সোমবার মারের বদলে পালটা মারের দাওয়াইয়ের দিয়েছিলেন। এবার অমিত শাহের নিশানায় রাজ্যের আইনশৃঙ্খলা। বিজেপি সভাপতির তোপ, দেশের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা হচ্ছে বাংলায়।
ফের টেনে এনেছেন বসিরহাটের হিংসার ঘটনা। অর্থাত মুখে না বললেও এ রাজ্যেও সাম্প্রদায়িক তাসকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি।
advertisement
শুধু রাজ্যস্তরেই নয়, বুথস্তরে সংগঠন তৈরির কাজের রূপরেখা তৈরি করতেই এদিন কলকাতায় দফায় দফায় বৈঠক করেন বিজেপি সভাপতি। পঞ্চায়েত নির্নাচনের আগে, প্রতিপক্ষ তৃণমূল শিবিরের সঙ্গে লড়াইয়ের কৌশল কী হবে, তারও বার্তা দিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন অমিত শাহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2017 3:26 PM IST