রবিবারের পোস্টে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বামেদের জমানায় যে নেতাদের কোটায় চাকরি হয়েছে, নিজের সেই মন্তব্যে এদিনও অনড় ছিলেন উদয়ন। রবিবারের পোস্টে উদয়ন লিখেছেন, "সুজনবাবু কোটায় চাকরি হত না? তবে এরা কি করে চাকরি পেয়েছিল? অঞ্জলি সেন, শুক্লা সরকার, বুদ্ধদেব রায়, বিশ্বনাথ রায়, মলয় রায়!"
advertisement
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা
এরপরেই তৃণমূল নেতার হুঁশিয়ারি, বামফ্রন্ট আমলে যাঁদের কোটায় চাকরি হয়েছে, প্রতিদিন তাঁদের মধ্যে কয়েকজনের নাম এক এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তিনি৷
বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে বাবার গায়েও কালি ছিটিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রয়াত বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ করেছেন এই তৃণমূল নেতা। বলেছেন, 'মন্ত্রী থাকাকালীন বাবা অনেককে চাকরি দিয়েছিলেন। দলের স্বার্থে তো বাবা অনেককে চাকরি দিয়েছেন৷ সেই চাকরি দিতে গিয়ে অনেক সময় অনেক যোগ্য প্রার্থীদেরও বাবা বঞ্চিত করেছেন৷ যেহেতু দলের লোককে চাকরি দিতে হবে৷'
আরও পড়ুন: শুধু ৪% অতিরিক্ত ডিএ নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে আসছে আরও টাকা!
উদয়ন গুহর কথায়, 'আমার বাবা তিনটে দফতরে লোকজনকে চাকরি দিয়েছেন। যাঁদের চাকরি দিয়েছিলেন তাঁদের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন লোক কি ছিল না? অযোগ্যদের চাকরি দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে বাবাও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।'উদয়ন গুহর এই মন্তব্য নিয়ে চাপানউতোর তুঙ্গে। যদিও উদয়েনর অভিযোগ উড়িয়ে দিয়েছে বামেরা।