স্পেনের তারকা ফুটবলার পুয়োলের হাত ধরেই দেশে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট বিক্রি ৷ প্রথম দফায় ৪৮০,৯৬০ এবং ১৯২০ টাকার সিজন টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল ৷ গ্রুপ লিগের ম্যাচের পাশাপাশি ফাইনাল ম্যাচেরও টিকিটও রয়েছে এর মধ্যে ৷ এই দামে বিশ্বকাপের সব টিকিট পাওয়ার লোভ ছাড়তে পারেননি অধিকাংশ বাঙালি ফুটবলপ্রেমীরাই ৷ টিকিট বিক্রি শুরু হতেই সিজন টিকিট কাটতে শুরু করেছেন ৷ কিন্তু দ্বিতীয় দিনে গিয়েই সমস্যায় পড়েছেন ফুটবলপ্রেমীরা ৷ কারণ কিছুতেই টাকা ট্রান্স্যাকশন করতে পারছেন না ৷ খোঁজ নিয়ে দেখা গেল, বিশ্বকাপের কলকাতার সব ম্যাচের টিকিটই ‘সোল্ড আউট’ ! অন্যান্য সব শহরেই অবশ্য এখন অনেক টিকিট পড়ে রয়েছে এখন ৷ তবে এখনও সুযোগ রয়েছে ৷ ২১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত ফের টিকিট পাওয়া যাবে ৷ এছাড়া টুর্নামেন্ট চলাকালীনও পাওয়া যাবে টিকিট ৷ তবে কলকাতায় প্রথম দফাতেই টিকিট বিক্রির যা হিড়িক, তাতে অনলাইনে টিকিট কিনতে হলে ভবিষ্যতে সময় নষ্ট কম করবেন ৷ নাহলে আর টিকিট জোটা কঠিন !
advertisement
গ্রুপ ‘এফ’এর হোম ম্যাচের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড ১৬-র একটি ম্যাচ, একটি সেমিফাইনাল, তৃতীয় স্থানের প্লে-অফ ও ফাইনাল আয়োজন করার দায়িত্ব পেয়েছে যুবভারতী ৷