TRENDING:

খোদ নিউটাউন থেকে দুই ট্রাক ভর্তি নিষিদ্ধ ফেন্সিডল উদ্ধার

Last Updated:

ধৃত ছয়জনের মধ্যে দুইজন উত্তরপ্রদেশ, দুজন হরিয়ানা ও দুজন বাংলার বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুই ট্রাক ভর্তি নিষিদ্ধ ফেন্সিডল উদ্ধার করলো সি আই ডি।গ্রেফতার ছয়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত ১০ টা নাগাদ নিউটাউন থানার অন্তর্গত নারকেল বাগান এলাকার বিশ্ব বাংলা সরনী থেকে সি আইডি র একটি প্রতিনিধি দল দুই ট্রাক নিষিদ্ধ ফেন্সিডল উদ্ধার করে।একটি ট্রাক(HR73-5742)থেকে প্রায় ২১ হাজার বোতল ও অন্য একটি ট্রাক (HR74A6038)থেকে ১৫ হাজার বোতল ফেন্সিড্রিল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ টাকা।
advertisement

ধৃত ছয়জনের মধ্যে দুইজন উত্তরপ্রদেশ, দুজন হরিয়ানা ও দুজন বাংলার বাসিন্দা। সূত্রের খবর,হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে এগুলো পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃত আজাদ খান(হরিয়ানা) সার্জিদ খান (হরিয়ানা), কৃপাল সিং(উত্তর প্রদেশ) শিবম কুমার(উত্তরপ্রদেশ)ও শঙ্কর হাউলি(পশ্চিমবঙ্গ)ও আনন্দ মন্ডল(পশ্চিমবঙ্গ)কে আজ বারাসাত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের সি আই ডি হেফাজতের নির্দেশ দেন। তবে এর সঙ্গে আন্তরাজ্য ও বিদেশি কোনো পাচার চক্রের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে চায় সি আই ডি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
খোদ নিউটাউন থেকে দুই ট্রাক ভর্তি নিষিদ্ধ ফেন্সিডল উদ্ধার