স্থানীয় সূত্র মারফত জানতে পারা গিয়েছে, শনিবার দুপুরের পর ওই কারখানার নিম তেলের ট্যাঙ্কারে তেলের পরিমাণ মাপতে আসেন বেঙ্গালুরুর বাসিন্দা লোগানাথন৷ তিনি সেই ট্যাঙ্কারে তেল মাপতে গিয়ে হঠাৎই ভিতরে পড়ে যান৷ তার পর তাঁকে বাঁচাতে ওই ট্যাঙ্কারে নামেন ওই কারখানার কর্মী কার্তিক৷ পরে দু’জনেই প্রয়াত হন বলে খবর৷ কিন্তু তেলের ট্যাঙ্কারের লেভেল মাপতে গিয়ে কেন এই ঘটনা ঘটল, কেন যথেষ্ট নিরাপত্তা ছিল না, তা নিয়ে উঠছে প্রশ্ন৷
advertisement
আরও পড়ুন- উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট
আরও পড়ুন- ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এদিন তেলের ট্যাঙ্কার খুলতে আসনে বেঙ্গালুরুর ওই ব্যক্তি৷ আশেপাশের লোকেরা এর পর ঘটনা কিছুই জানতে পারেননি৷ পৌনে তিনটে নাগাদ সে অঞ্চলে হাজির হয় পুলিশ ও দমকল৷ তার পর ট্যাঙ্কারের ভিতর থেকে দু’টি দেহ উদ্ধার করা হয়৷ এই সাবানের কারখানাটি সাত নম্বর তিলজলা রোডে৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে শুরু করেছে তিলজলা থানার পুলিশ৷