TRENDING:

Tiljala Accident: তিলজলার সাবান কারখানার তেলের ট্যাঙ্কে পড়ে মৃত বেঙ্গালুরুর বাসিন্দা, বাঁচাতে গিয়ে মৃত ১

Last Updated:

Tiljala Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এদিন তেলের ট্যাঙ্কার খুলতে আসনে বেঙ্গালুরুর ওই ব্যক্তি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তিলজলার সাবান কারখানায় ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা৷ কারখানার তেলের ট্যাঙ্কারে পড়ে মৃত্যু হল দু’জন৷ এদের মধ্যে একজন বেঙ্গালুরুর বাসিন্দা৷ অন্য জন ওই সাবান কারখানার কর্মী বলে জানা গিয়েছে৷ শনিবার বিকেলে তিলজলা থানা এলাকায় এই ঘটনা ঘটে৷
এই সেই
এই সেই
advertisement

স্থানীয় সূত্র মারফত জানতে পারা গিয়েছে, শনিবার দুপুরের পর ওই কারখানার নিম তেলের ট্যাঙ্কারে তেলের পরিমাণ মাপতে আসেন বেঙ্গালুরুর বাসিন্দা লোগানাথন৷ তিনি সেই ট্যাঙ্কারে তেল মাপতে গিয়ে হঠাৎই ভিতরে পড়ে যান৷ তার পর তাঁকে বাঁচাতে ওই ট্যাঙ্কারে নামেন ওই কারখানার কর্মী কার্তিক৷ পরে দু’জনেই প্রয়াত হন বলে খবর৷ কিন্তু তেলের ট্যাঙ্কারের লেভেল মাপতে গিয়ে কেন এই ঘটনা ঘটল, কেন যথেষ্ট নিরাপত্তা ছিল না, তা নিয়ে উঠছে প্রশ্ন৷

advertisement

আরও  পড়ুন- উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট

আরও পড়ুন-  ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এদিন তেলের ট্যাঙ্কার খুলতে আসনে বেঙ্গালুরুর ওই ব্যক্তি৷ আশেপাশের লোকেরা এর পর ঘটনা কিছুই জানতে পারেননি৷ পৌনে তিনটে নাগাদ সে অঞ্চলে হাজির হয় পুলিশ ও দমকল৷ তার পর ট্যাঙ্কারের ভিতর থেকে দু’টি দেহ উদ্ধার করা হয়৷ এই সাবানের কারখানাটি সাত নম্বর তিলজলা রোডে৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে শুরু করেছে তিলজলা থানার পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tiljala Accident: তিলজলার সাবান কারখানার তেলের ট্যাঙ্কে পড়ে মৃত বেঙ্গালুরুর বাসিন্দা, বাঁচাতে গিয়ে মৃত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল