TRENDING:

Duare Sarkar: দুয়ারে সরকার থেকে মিলবে এই দুই নতুন পরিষেবা, শিবির শুরুর আগেই বড় ঘোষণা নবান্নের

Last Updated:

আগামী ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুয়ারে সরকারে যুক্ত হল আরও দু'টি পরিষেবা। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যেই দুয়ারে সরকারের সব সুবিধা দিয়ে দিতে হবে উপভোক্তাদের, এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। সূত্রের খবর, জমির পাট্টার জন্য আবেদন পত্র ও বিদ্যুতের নতুন সংযোগ এবং বিদ্যুতের পুরনো বকেয়া মেটানো- এই দু'টি পরিষেবাও যুক্ত হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে।
দুয়ারে সরকার শিবিরে নতুন পরিষেবা৷
দুয়ারে সরকার শিবিরে নতুন পরিষেবা৷
advertisement

এতদিন দুয়ারে সরকার প্রকল্প থেকে ২৭টি পরিষেবা পাওয়া যেত৷ নতুন দু'টি পরিষেবা শুরু হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৷

আগামী ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদন পত্রের নিষ্পত্তিও করে দিতে হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য।

advertisement

আরও পড়ুন: টেট নিয়ে বড় ঘোষণা! TET উত্তীর্ণ সার্টিফিকেটের বৈধতা কতদিন? সময়সীমা জানিয়ে দিল শিক্ষা পর্ষদ

নবান্নের তরফে আগেই জানানো হয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী,জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং সংক্রান্ত তথ্য, আঁধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর গুলির ক্রেডিট লিংক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন-এর মতো পরিষেবাগুলি দুয়ারে সরকারের শিবির থেকে মিলবে৷

advertisement

আরও পড়ুন: তৈরি হবে 'শিশু সংসদ'! স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে ৯ দফা গাইডলাইন! কী রয়েছে সেই গাইডলাইনে

এখনও পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে৷ দুয়ারে সরকারের শিবিরের পাশাপাশি পাড়ায় সমাধানের শিবিরও চলবে, তা ইতিমধ্যেই জানিয়েছে নবান্ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু'চোখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন! স্মৃতিদের বিশ্বজয়ে নতুন স্বপ্ন বুনছে জঙ্গলমহলের মেয়েরা
আরও দেখুন

আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকারের ক্যাম্প৷ ফলে এবারের শিবির সফল করা রাজ্য প্রশাসনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ৷ দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলিতেও সরকারি পরিষেবা যথাসম্ভব বেশি করে পৌঁছে দেওয়াই লক্ষ্য নবান্নের৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Sarkar: দুয়ারে সরকার থেকে মিলবে এই দুই নতুন পরিষেবা, শিবির শুরুর আগেই বড় ঘোষণা নবান্নের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল