TRENDING:

Park Circus Firing: পার্ক সার্কাসে এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলাও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভরদুপুরে পার্ক সার্কাসে পুলিশকর্মীর গুলিতে নিহত এক মহিলা৷ আত্মঘাতী হয়েছেন এক পুলিশকর্মীও৷ বাংলাদেশ হাইকমিশনের দফতরের লোয়ার রেঞ্জ রোডে এই দুর্ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে পৌঁছেছে বেনিয়াপুকুর থানার পুলিশ৷ জানা গিয়েছে, নিহত পুলিশকর্মী বাংলাদেশ হাইকমিশনেই কর্তব্যরত ছিলেন৷
ঘটনাস্থলের ছবি৷
ঘটনাস্থলের ছবি৷
advertisement

জানা গিয়েছে, এ দিন দুপুরে আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী৷ সেই সময় একটি বাইকের পিছনে বসে যাচ্ছিলেন এক মহিলা৷ পুলিশকর্মী এলোপাথারি গুলি ছুড়তে থাকায় ওই মহিলা গুলিবিদ্ধ হন৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, এর পরেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী৷ এক প্রত্যক্ষদর্শীর দাবি, ছয় থেকে সাত রাউন্ড গুলি চলেছে৷ এ ছাড়াও দু' থেকে তিনজন গুলি লেগে আহত হন বলে খবর৷ ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তার উপরেই দু'টি দেহ পড়ে থাকে৷ পরে পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রত্যক্ষদর্শীরা আরও দাবি করেছেন, গুলি চালানোর আগে প্রায় এক ঘণ্টা ধরে নিজের সার্ভিস রাইফেল হাতে ওই এলাকায় ঘোরাঘুরি করেন ওই পুলিশকর্মী৷ যদিও ওই পুলিশকর্মী বা নিহত মহিলার নাম জানা যায়নি৷ ঘটনার পর এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Circus Firing: পার্ক সার্কাসে এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল