পরোক্ষভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এই সংস্থাগুলি। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ব্রিটিশ প্রতিনিধি দলটি সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম এবং টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখেন। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে সেই মর্মে বৈঠক হয় তাদের। রাজ্যের তথ্য-প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র ঘুরে দেখেছেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা।তাঁরা বাংলায় লগ্নিতে আগ্রহী বলে জানিয়েছেন।
advertisement
ব্রিটেন থেকে ১৭ জনের যে প্রতিনিধি দল সোম ও মঙ্গলবার রাজ্য সফরে এসেছে, লগ্নিতে আগ্রহী সংস্থা দু’টির কর্তারাও রয়েছেন তাতে। ফ্লেমিং জানান, রেডক এবং প্রেফারি নামের ওই দুই সংস্থা কলকাতায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রত্যক্ষ ভাবে ৬০০-র বেশি কর্মসংস্থান হবে। তবে কত টাকা লগ্নি করা হবে তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। মূলত, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কাজ করে তারা।
আরও পড়ুন: দেশের সবচেয়ে নোংরা শহর কোনটা জানেন? রাজ্যের এক শহর, নাম দেখলে আকাশ থেকে পড়বেন
প্রতিনিধি দলে ইংল্যান্ডের ১৭টি প্রথম সারির সেমিকনডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কাজ করে, এমন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। ফ্লেমিং জানান, এ রাজ্যে লগ্নি করার বেশ কয়েকটি কারণ রয়েছে। এগুলি হল— দক্ষ কর্মী পাওয়ার সুবিধা, তুলনায় কম খরচ এবং কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা কম থাকা।