নির্বাচনের ফলাফলে ১৩৫ ও ১৪১ নম্বর ওয়ার্ডের দুই নির্দল প্রার্থী জয় লাভ করতেই তাদের নতুন পরিকল্পনা শুনেই চক্ষুচড়ক গাছ। রুবিনা নাজ ও পূর্বাশা নিজেদের জয় নিশ্চিত করার পরেই জানালেন তাদের এবার ঠিকানা ঘাসফুল শিবির। রুবিনা জানালেন তার স্বামীর কথায় তিনি নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন, এবার শুধু তার স্বামীর সম্মতি নিয়ে যোগদানের অপেক্ষা তৃণমূল কংগ্রেস শিবিরে। একইভাবে ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল জয়ী প্রার্থী পূর্বাশা নস্কর জানালেন, তার এই জয়ের পরে তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লেখাবেন, আগে সুযোগ না পেয়ে তৃণমূলের টিকিট জোটেনি, এবার জয়ী হয় সবুজ ঝড়ে সামিল হবেন। যদিও এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম। তার মন্তব্য, তাদের দলের একটি নিদিষ্ট নিয়ম আছে যোগদানের, দলীয় স্তরে বিষয়টি আলোচনা হবার পরেই নির্দলের নাম তৃণমূল কংগ্রেসের খাতায় নাম উঠবে কিনা জানা যাবে। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা যাই বলুক না কেন, নির্দল দুই প্রার্থীই যে তৃণমূলের দিকে তাকিয়ে বসে আছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
Susovan Bhattacharjee