TRENDING:

মিলল মোবাইল, সঙ্গে সঙ্গে দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

Last Updated:

উচ্চ-মাধ্যমিকের দ্বিতীয় দিনেই বাতিল করা হল দুই পরীক্ষার্থীর পরীক্ষা ৷ পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহার করার জন্য বাতিল করা হল পরীক্ষা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাধ্যমিকের অঘটনের পর উচ্চমাধ্যমিকে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছিল প্রথম থেকেই ৷ তাও শেষ রক্ষা হল না ৷
advertisement

উচ্চ-মাধ্যমিকের দ্বিতীয় দিনেই বাতিল করা হল দুই পরীক্ষার্থীর পরীক্ষা ৷ পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহার করার জন্য বাতিল করা হল পরীক্ষা ৷ ভাঙড়ের স্কুলে পরীক্ষার সময় মোবাইল ব্যবহার করার সময় অভিযুক্ত ছাত্রকে হাতেনাতে ধরেন শিক্ষক ৷ পরীক্ষা বাতিল হয় সেই অভিযুক্ত ছাত্রের ৷ শ্যামবাজারের একটি স্কুলেও একই ঘটনা ঘটেছে ৷ উচ্চমাধ্যমিক চলাকালীন মোবাইল ব্যবহার করায় আরও এক অভিযুক্তের পরীক্ষা বাতিল করা হয় ৷

advertisement

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮,১৬,২৪৩ ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীসংখ‍্যা ৬৩,৪১৩ বেশি ৷ মূল পরীক্ষাকেন্দ্র ৭১৩টি ৷

এ বছর মাধ্যমিকের অভিজ্ঞতা বেশ তিক্ত ৷ বহু চেষ্টার পরও মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রের ফাঁস হয়ে যাওয়া আটকানো যায়নি ৷ একেবারে শেষের দিনে এসে টনক নড়েছিল মধ্যশিক্ষা পর্ষদের ৷ অনুভূতিপ্রবণ কেন্দ্রগুলিতে শেষ পরীক্ষার দিন বন্ধ ছিল নেট পরিষেবা ৷ পরীক্ষা চলাকালীনই গ্রেফতার হয়েছিল ৬ অভিযুক্ত ৷ এদের মধ্যে ২ জন ছিল মাধ্যমিক পরীক্ষার্থী ৷ মাধ্যমিকের পুনরাবৃত্তি যাতে আর উচ্চমাধ্যমিকে না হয় সে জন্যই এবার আরও কড়া পদক্ষেপ নিয়েছিল শিক্ষা দফতর ৷

advertisement

কোনও অবাঞ্ছিত ঘটনা রোধ করতে যা যা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-

• মোবাইল নিয়ে কড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

• মোবাইল মিললে বাতিল রেজিস্ট্রেশন

• প্রথম ঘন্টায় পরীক্ষার্থীদের শৌচাগারে যাওয়া নিষেধ

• প্রতি ঘরে মোবাইল পর্যবেক্ষক-সহ ৩ পর্যবেক্ষক থাকবেন

• ভেন্যু সুপারভাইজার এক্সামিনেশন সিকিউরিটি ফরম‍্যাট পাবেন

• শেষ ৩০ মিনিট পরীক্ষার্থী বা শিক্ষক, ভেন্যু ছাড়বেন না

advertisement

• ভেন্যুতে প্রশ্নপত্রের বড় প‍্যাকেটে আসবে

• ঘরে ছোট প‍্যাকেটে সিল করে পাঠাতে হবে

• বারকোডে ছোট প‍্যাকেটগুলিতে ট্র্যাক রাখবে সংসদ

• ২৫% পরীক্ষাকেন্দ্রে থাকবে মোবাইল ডিটেক্টর

• পরীক্ষার প্রথম দিন আগে আসতে বলা হয়েছে

• পড়ুয়াদের ৯টার মধ্যে কেন্দ্রে আসতে বলা হয়েছে

দেখুন আরও ফোটোগ্যালারি

সেরা ভিডিও

আরও দেখুন
ঝুড়ি ভরা মাছ, ঠোঁটে বাঁশি! রাঙাপানি বাজারে অন্যরকম ছবি, দেখেই দাঁড়িয়ে পড়েন অনেকেই
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মিলল মোবাইল, সঙ্গে সঙ্গে দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল