TRENDING:

কড়েয়ায় ব্যবসায়ীর ২ শিশুকে অপহরণ, গ্রেফতার ৩

Last Updated:

কড়েয়ায় ব্যবসায়ীর ২ শিশুকে অপহরণ করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মামার ষড়যন্ত্রেই অপহরণের ছক। খুদে ভাগ্নে, ভাগ্নীকে চকোলেট কিনে দেওয়ার নাম করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বান্ধবীর হাতে তুলে দেয় নীরজ। সন্দেহ হওয়ায় শুক্রবার রাতেই মামাকে পুলিশের হাতে তুলে দেয় পরিবার। নীরজকে জেরা করে পুলিশি তৎপরতায় অবশেষে শ্রীরামপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে শিশু দুটিকে। শ্রীরামপুরের খটিকবাজার থেকে নীরজের বান্ধবী খুশবু সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement

দীর্ঘদিন সম্পর্ক ছিল না।  হঠাতই শুক্রবার কড়েয়ায় দূর সম্পর্কের বোনের বাড়িতে হাজির হয় নীরজ। তার অভিসন্ধির কথা ঘুন্নাক্ষরেও টের পাননি তাঁরা। দিনভর টু-কে রাধাগোবিন্দ সাহা লেনের বাড়িতে কাটিয়ে সন্ধেবেলা পাঁচ বছরের ভাগ্নে ও ছ বছরের ভাগ্নীকে চকোলেট কিনে দেবে বলে বাইরে নিয়ে যায় নীরজ। রাতে একা বাড়ি ফিরে আসে। জানায় , বাচ্ছাদের আগেই বাড়ির সিঁড়ির সামনে ছেড়ে দিয়ে গেছে সে। সন্দেহ হওয়ায় সেদিনই নীরজকে কড়েয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

নীরজকে জেরা করে আসল তথ্য সামনে আসে। জানা যায় বাচ্ছাদের নিজের বান্ধবীর হাতে তুলে দিয়েছে নীরজ। তদন্তে নামে পুলিশ।

বাড়ি থেকে শিশুদের নিয়ে বেরিয়ে বান্ধবী খুশবুর হাতে তুলে দেয় নীরজ ৷ তাদের নিয়ে হুগলি হয়ে শ্রীরামপুর চলে যায় খুশবু ৷ শ্রীরামপুরের খটিকবাজারে এক ভাড়া বাড়িতে বাচ্ছা দুটিকে রাখা হয় ৷ শনিবার তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে কড়েয়ার বাড়িতে ৷ দেড় লক্ষ টাকায় রফা হয় ৷ কিন্তু অপহরণকারীদের কথা মত হাওড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম ও কোন্নগর স্টেশনে গিয়ে তাদের দেখা পাওয়া যায় না ৷ অপহরণকারীদের ফোনও বন্ধ হয়ে যায়   ৷ যোগাযোগ করা হয় কোন্নগরের জিআরপির সঙ্গে ৷ প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয় শিশু দুটি

advertisement

পুলিশের দাবি, পেশাদার নয়। তাই শেষ মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে যায় অপহরণকারীরা। খুশবুর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে খটিকবাজারের ভাড়া বাড়ি থেকে খুশবু ,  খুশবুর ভাই সাজাহান আলি ও সানিকে গ্রেফতার করে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ সূত্রের খবর, শ্রীরামপুরের বাসিন্দা বাইশ বছরের খুশবু দশ বছর ঘরছাড়া। বিয়ের পর নতুন ব্যবসা শুরু করতে চায় নীরজ ও খুশবু। সেই রসদ জোগাড় করতেই অপহরণের ছক বলে জেরায় জানিয়েছে ধৃতরা। আগে কড়েয়ায় এসে রেইকিও করে যায় দুজনে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কড়েয়ায় ব্যবসায়ীর ২ শিশুকে অপহরণ, গ্রেফতার ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল