TRENDING:

সল্টলেকে হায়াত হোটেলের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! কাদের ব্যাগ জানেন?

Last Updated:

সল্টলেক হায়াত হোটেলের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার যেখান থেকে রাজস্থানের ব্যবসায়ীকে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে সেই জায়গা থেকেই এই ব্যাগ উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সল্টলেক হায়াত হোটেলের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার যেখান থেকে রাজস্থানের ব্যবসায়ীকে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে সেই জায়গা থেকেই এই ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগ এই অভিযুক্তদের বলেই পুলিশের অনুমান। ব্যাগের মধ্যে কী আছে সব খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
ঘটনাস্থল থেকে ব্যাগ উদ্ধার
ঘটনাস্থল থেকে ব্যাগ উদ্ধার
advertisement

আরও পড়ুন: ভারতে আকাশছোঁয়া সোনার দাম, জানেন পাকিস্তানে ১০ গ্রাম সোনার দাম কত? জানলে হাসি পাবে

প্রসঙ্গত, অন্য রাজ্যে অপরাধ করে পশ্চিমবঙ্গে এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা গুজরাতের ৪ দুষ্কৃতীর৷ বৃহস্পতিবার সেই ৪ দুষ্কৃতীকে ধরতে অভিযানে নামে পুলিশ৷ কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা তাদের মধ্যে ৩ জনকে পাকড়াও করলেও এখনও পলাতক এক দুষ্কৃতী৷

advertisement

বৃহস্পতিবার সন্ধে নাগাদ সল্টলেকের অভিজাত এলাকার আবাসনে যা ঘটল তা যে কোনও অ্যাকশন সিনেমার টুকরো দৃশ্য৷ পুলিশ সূত্রে খবর, রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুন করে ৪ দুষ্কৃতী কলকাতায় এসে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করে। হয়ত এখান থেকেই অন্যদেশে বা রাজ্য পালিয়ে যাওয়ার ছক কষেছিল।

আরও পড়ুন: এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রকে চ্যালেঞ্জ ৯২ হাজার পরীক্ষার্থীর! কী হবে এবার?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, কীভাবে জানুন
আরও দেখুন

এদের খোঁজ পেয়ে ফুলবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ৷ শুরুতেই ধরা পড়ে ২ জন৷ সেই সময় ১ দুষ্কৃতী ফুলবাগান থেকে সল্টলেকের পথে পালায়৷ তার মধ্যে ১ জন তাড়া খেয়ে পূর্বাচল আবাসনের পাঁচিল টপকে চত্বরে ঢুকে পড়ে৷ তারপর সোজা ঢুকে পড়ে আবাসনেরই M বিল্ডিং-এর আবাসিক বিদ্যাসাগর কলেজদের অধ্যাপক অঙ্কুর ভাওয়ালের ফ্ল্যাটের মধ্যে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকে হায়াত হোটেলের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! কাদের ব্যাগ জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল