আরও পড়ুন: ভারতে আকাশছোঁয়া সোনার দাম, জানেন পাকিস্তানে ১০ গ্রাম সোনার দাম কত? জানলে হাসি পাবে
প্রসঙ্গত, অন্য রাজ্যে অপরাধ করে পশ্চিমবঙ্গে এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা গুজরাতের ৪ দুষ্কৃতীর৷ বৃহস্পতিবার সেই ৪ দুষ্কৃতীকে ধরতে অভিযানে নামে পুলিশ৷ কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা তাদের মধ্যে ৩ জনকে পাকড়াও করলেও এখনও পলাতক এক দুষ্কৃতী৷
advertisement
বৃহস্পতিবার সন্ধে নাগাদ সল্টলেকের অভিজাত এলাকার আবাসনে যা ঘটল তা যে কোনও অ্যাকশন সিনেমার টুকরো দৃশ্য৷ পুলিশ সূত্রে খবর, রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুন করে ৪ দুষ্কৃতী কলকাতায় এসে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করে। হয়ত এখান থেকেই অন্যদেশে বা রাজ্য পালিয়ে যাওয়ার ছক কষেছিল।
এদের খোঁজ পেয়ে ফুলবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ৷ শুরুতেই ধরা পড়ে ২ জন৷ সেই সময় ১ দুষ্কৃতী ফুলবাগান থেকে সল্টলেকের পথে পালায়৷ তার মধ্যে ১ জন তাড়া খেয়ে পূর্বাচল আবাসনের পাঁচিল টপকে চত্বরে ঢুকে পড়ে৷ তারপর সোজা ঢুকে পড়ে আবাসনেরই M বিল্ডিং-এর আবাসিক বিদ্যাসাগর কলেজদের অধ্যাপক অঙ্কুর ভাওয়ালের ফ্ল্যাটের মধ্যে৷