ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে কিছুদিন ধরেই খোয়া যাচ্ছিল অস্ত্র তৈরির যন্ত্রাংশ। সেগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে হদিশ পাননি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। এসটিএফ তদন্তে নামতেই বেরোলো সর্ষের মধ্যে ভূত। গ্রেফতার করা হলো রাইফেল ফ্যাক্টরিরই দুই কর্মীকে। বেশ কিছুদিন ধরেই কারখানা থেকে অস্ত্র তৈরির যন্ত্রাংশ সরাচ্ছিল দুজন। তা পাচার করা হচ্ছিল প্রতিবেশি রাজ্যগুলোতে।
advertisement
অস্ত্র ও যন্ত্রাংশ উধাও হওয়ার ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্তৃপক্ষ। তদন্তে নেমেই কারখানার দুই কর্মীকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের কাছ থেকে অস্ত্র ছাড়াও মিলেছে প্রচুর যন্ত্রাংশ ও গুলি।
কারখানার দুই কর্মীকে গ্রেফতার করলেও এখনও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
রাইফেল ফ্যাক্টরির অন্য কর্মী ও আধিকারিকদের মদতেই কি কাজ করত শম্ভু আর দীপক? প্রাথমিক তদন্ত অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। এদিন ধৃত দুজনকে আদালতে তোলা হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।