এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, এ দিন কলকাতা থেকে চেন্নাইগামী একটি বিমান যখন যাত্রী নিয়ে রানওয়েতে প্রবেশের জন্য অপেক্ষা করছিল, তখন ট্যাক্সি বে-তে তার সেটির ডানা ঘষে দিয়ে যায় অন্য একটি বিমান৷ এই দুর্ঘটনার ফলে বিমানটি আর উড়তে পারেনি৷ সেটির ক্ষয়ক্ষতি পরীক্ষা করে দেখেন সংস্থার ইঞ্জিনিয়াররা৷ সংস্থার পক্ষ থেকে দ্রুত ওই বিমানের যাত্রীদের চেন্নাই পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা করা হয়৷
advertisement
আরও পড়ুন:মমতার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো কজ করল নির্বাচন কমিশন! বিপাকে বিজেপি নেতা
অন্যদিকে ইন্ডিগো সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, কলকাতা থেকে দ্বারভাঙা গামী তাদের একটি বিমান এই সংঘর্ষে জড়ায়৷ যার ফলে বিমানের ডানার সামনের দিকের অংশ বেঁকে যায়৷ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে সংস্থা৷
কীভাবে দুটি বিমান এত কাছাকাছি চলে এল, স্বভাবতই তা নিয়ে প্রশ্ন উঠছে৷ দুই বিমানচালকের ভূমিকাও খতিয়ে দেখছে ডিজিসিএ৷