পাকিস্তানে গৃহবন্দি মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ
মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান। জঙ্গি সংগঠন লস্কর তথা জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সইদকে লাহৌরের কাদিসিয়া মসজিদে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি তাঁর সংগঠনের। জামাতকে নিষিদ্ধ করা হতে পারে বলেও দাবি তাদের। আমেরিকার চাপে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। টুইটারে সইদের দাবি, ‘‘ভারতের চাপেই এই সিদ্ধান্ত। জামাতকে নিষিদ্ধ করা হলে আমরা আদালতে যাব।’’
advertisement
পাক পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ভারত!
পাকিস্তানের পরমাণু পরিকাঠামো সম্পূর্ণ ধূলিসাৎ করার পথে অনেকটা এগিয়ে গিয়েছিল ভারত। ১৯৮৪ সালেই পাকিস্তানের পরমাণু কেন্দ্রগুলিতে বোমা বর্ষণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার তরফে। এমনই বিস্ফোরক তথ্য সামনে এল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রকাশিত গোপন নথি থেকে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ডের পর সাউথ ব্লক থেকে এই গোপন তথ্য জোগাড় করেছিলেন মার্কিন গোয়েন্দারা। ভারত যদি সে বছর হামলা চালাত, তা হলে পরবর্তী বহু বছরের জন্য পরমাণু গবেষণা সম্পূর্ণ থেমে যেত পাকিস্তানে, এমনও মনে করছিলেন মার্কিন গোয়েন্দারা।
মাল্য-তির বিজেপির, যুদ্ধের মেজাজে রাহুল
মহারাষ্ট্রে ভিওয়ন্ডী আদালতের বাইরে দাঁড়িয়েই আজ সকালে রাহুল গাঁধী স্পষ্ট করে দিয়েছিলেন, কাল থেকে সংসদের বাজেট অধিবেশনে ছেড়ে কথা বলবেন না নরেন্দ্র মোদীকে। দুপুর গড়াতে মনমোহন সিংহ, চিদম্বরমকেও বেনজির ভাবে নামিয়ে দিলেন মোদীর বাজেটের ভিতের গরমিল নিয়ে প্রশ্ন ছুড়ে দিতে। এমনকী, বিজয় মাল্যকে ঋণ দেওয়া নিয়ে সকাল থেকে বিজেপি যে ভাবে মনমোহন সিংহ এবং পি চিদম্বরমের ‘দুর্নীতি’ নিয়ে সরব হয়ে কংগ্রেসকে একঘরে করার চেষ্টা করছিল, সেই আক্রমণও ভোঁতা করে দিতে মাঠে নামালেন দলের এই দুই হেভিওয়েটকেই। যাতে বাজেট অধিবেশনের আগে বিজেপির যাবতীয় চাল ভেস্তে দেওয়া যায়।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই উঠছে এটিএমে টাকা তোলার সীমা
নোট-আকালের দমবন্ধ আবহে এ বার বেশ খানিকটা স্বস্তির বাতাস আমজনতার জন্য। কারণ, গত তিন মাসের লাগাতার নিয়ন্ত্রণে ইতি টেনে পয়লা ফেব্রুয়ারি, বুধবার থেকেই এটিএএমে টাকা তোলার দৈনিক সীমা উঠিয়ে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। যে দিন আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
কেন্দ্রীয় বাজেট বয়কট করার সিদ্ধান্ত মমতার
‘মোদি হটাও, দেশ বাঁচাও’— এই স্লোগান দিয়ে কেন্দ্রবিরোধী জেহাদ আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সংঘাতে নতুন মাত্রা জুড়তে চলেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনের প্রথম দু’দিন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে সংসদীয় দলের সদস্যদের ডেকে অরুণ জেটলির বাজট পেশ ও রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণে দল অনুপস্থিত থাকবে বলে জানিয়ে দেন মমতা। মোদি সরকারের নোটবন্দির একতরফা সিদ্ধান্তের প্রতিবাদেই এই বয়কট বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাচক্রে এদিনই ছিল সংসদের সর্বদলীয় বৈঠক। সেই বৈঠকেও একমাত্র তৃণমূল গরহাজির ছিল। তবে এই বয়কটের সিদ্ধান্ত কেন্দ্রবিরোধী সংঘাত না নরেন্দ্র মোদির সঙ্গে মমতার আপসের বার্তা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল। নোট বাতিল নিয়ে সংঘাত ছিলই। তার সঙ্গে জুড়েছে সিবিআই কেলেঙ্কারির তদন্ত ঘিরে তৈরি হওয়া চাপ। দলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও আরেক এমপি তাপস পাল জেলে বন্দি। এই অবস্থায় সংসদের বাজেট অধিবেশন সামলাতে মমতা আপাতত দায়িত্ব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি দলের মুখ্য সচেতকও বটে।
আজ শুরু বাজেট অধিবেশন, চিটফান্ড বিরোধী কড়া আইন আনছে কেন্দ্র
আগামীকাল থেকে শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে চিটফান্ড বিরোধী ‘কড়া’ আইন আনছে মোদি সরকার। যে সংশোধনী আইনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি যেমন দেখা হবে, একইসঙ্গে জালিয়াতির উদ্দেশ্য ধরা পড়লে চিটফান্ড কোম্পানিগুলির বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। চিটফান্ডের নামে জালিয়াতি রুখতেই ‘দি চিটফান্ডস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭’ নামে সংশোধনী আইন আনা হচ্ছে। অন্যদিকে, জিএসটি নিয়ে রাজ্যগুলির সঙ্গে চেষ্টা চালিয়েও এখনও সম্পূর্ণ সহমতে পৌঁছাতে পারেনি কেন্দ্র। তা সত্ত্বেও আগামী পয়লা জুলাই থেকে গোটা দেশে অভিন্ন কর ব্যবস্থা চালু করতে বাজেট অধিবেশনেই জিএসটি সংক্রান্ত তিনটি বিল আনছে কেন্দ্র। বিলগুলিকে ‘মানি’ বা অর্থবিলের আকারে নিয়ে আসা হবে বলেই ঠিক হয়েছে। অর্থ বিল হলে তা আটকানোর সুযোগ বড় একটা থাকে না। ফলে সরকার সহজেই তা পাশ করিয়ে নিতে পারে।
ট্রাম্পের নিষিদ্ধ তালিকায় কি পাকিস্তানও
বাকি সাতটি মুসলিম দেশের মতো ট্রাম্প জমানার কুনজরে এখনই পড়তে না হলেও ইসলামাবাদের ঘুম ছুটে গিয়েছে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসের কথায়। প্রিবাস সাফ জানিয়ে দিয়েছেন, সাত ‘নিষিদ্ধ’ দেশের সঙ্গে জুড়ে যেতে পারে পাকিস্তানের নামও। তাঁর কথায়, নিজেদের দেশে ভয়াবহ সন্ত্রাস তৈরির জন্য সাতটি দেশকে আগেই মার্কিন কংগ্রেস এবং ওবামা প্রশাসন চিহ্নিত করেছে। একই সমস্যা পাকিস্তানের মতো কিছু দেশেরও রয়েছে। আমরা এই তালিকা নিয়ে আরও আলোচনা চাইছি। প্রয়োজনে সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তানকেও আনা হতে পারে ‘নিষিদ্ধ’ দেশের তালিকায়। এখনও নিষিদ্ধ না হওয়ায় পাকিস্তান, আফগানিস্তান ও সৌদি আরবের নাগরিকরা আমেরিকা যেতে কোনও বাধা নেই।
সম্পত্তি নষ্টে ৭ বছর জেল, বাজারমূল্যে জরিমানা হবে
সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করার জন্য রাজ্য সরকার যে কড়া আইন আনতে চলেছে, তাতে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। শুধু তাই নয়, যে সম্পত্তি নষ্ট করা হবে, বর্তমান বাজারদরে তার মূল্য জরিমানা হিসাবে ধার্য হবে। নবান্ন সূত্রের খবর, আইনটি এতটাই কড়া হবে যে অভিযুক্তকে প্রমাণ করতে হবে তিনি কোনও দোষ করেননি। সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য যে ‘ইউএপিএ’ আইন আছে, তাতে এরকম ব্যবস্থা আছে। সম্পত্তি নষ্ট করার কাজে প্ররোচনা দিলেও এই আইনে অভিযুক্ত করা হবে। কোনও সংগঠন, রাজনৈতিক দল প্ররোচনার জন্য অভিযুক্ত হতে পারে, এমন ব্যবস্থা আইনে থাকতে পারে।
মথুরাপুরে ম্যানগ্রোভের ধ্বংসলীলা
বিশ্ব উষ্ণায়নের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করার জন্য ম্যানগ্রোভ রক্ষার দাবি যেমন জোরালো হয়েছে, তেমনি সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগ উঠেছে বারে বারে ৷
গৌতম-পত্নীর সঙ্গে ভিডিয়ো ইডি-কর্তার
রোজভ্যালি তদন্তে নতুন মোড় ৷ লগ্নিসংস্থার বেআইনি কারবারের তদন্তে মাস দেড়েক আগেই তৃণমূল্রে দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে গ্রেফতার করেছে সিবিআই ৷ কিন্তু এবার অভিযোগের তির আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক শীর্ষ আধিকারিকের দিকে, যিনি কি না আবার ইডি-র তরফে রোজভ্যালি তদন্তের নোডাল অফিসার ৷
ট্রাম্পের সঙ্গে যুদ্ধে মার্কিন কর্পোরেটরা
নিজের দেশেই এক ‘যুদ্ধের’ মুখে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ একদিকে রাজনৈতিক অভিজ্ঞতাহীন ‘একনায়ক’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ অন্য দিকে, পুঁজিবাদের ধ্বজাধারী শক্তিগুলির জোটবদ্ধ প্রতিবাদ ৷
পাকিস্তানে গৃহবন্দি হাফিজ সইদ, নিষিদ্ধ হচ্ছে জামাত
গৃহবন্দি হলেন মুম্বই হামলার প্রধান ষড়যন্ত্রী হাফিজ সইদ ৷ সোমবার রাতে লাহোরের কাদিসিয়াহ মসজিদে তাঁর বাসস্থান পাহারা বসিয়েছে পাক সরকার ৷ নিষিদ্ধ ঘোষিত হতে চলেছে জামাত-উদ-দাওয়া ৷