‘র’-এর হয়ে চরবৃত্তির অভিযোগ, পাকিস্তানে চরম দণ্ড ভারতীয়ের
কুলভূষণ সুধীর যাদব। ভারতীয় নৌসেনার এই প্রাক্তন অফিসারের মৃত্যুদণ্ড ঘোষণা করল পাক সেনা। তাদের দাবি, মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা কুলভূষণ ওরফে হুসেন মুবারক পটেল ভারতের ‘র’-এর হয়ে চরবৃত্তি এবং বালুচিস্তান ও করাচিতে নাশকতায় জড়িত থাকার কথা কবুল করেছেন আগেই। তার ভিত্তিতে ‘ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল’ আজ এই রায় দিয়েছে। যদিও কখন ও কোথায় যে এই বিচার হলো, ভারত তার বিন্দুবিসর্গও জানতে পারেনি বলে সরকারি সূত্রের দাবি।
advertisement
আট মাস পর একান্ত বৈঠক করলেন মোদী-মমতা
প্রায় আট মাস পরে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প খাতে বকেয়া অর্থ এবং রাজ্যের মাথায় চেপে বসা ঋণের সুদে ছাড়ের দাবি নিয়ে। আজ সকালে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকের পরে মুখ্যমন্ত্রীই জানান, নরেন্দ্র মোদীর সঙ্গে মূলত ওই দু’টি বিষয়ে আলোচনা হয়েছে। তাঁর কথায়, ‘‘রাজ্যের আয় ৪০ হাজার কোটি টাকা। অথচ আগামী বছর কেন্দ্রীয় ঋণের উপর স্রেফ সুদই দিতে হবে ৪৭ হাজার কোটি টাকা।’’ ওই সুদের উপর সাময়িক স্থগিতাদেশ এবং ঋণের সার্বিক পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে বলেছি, প্রকল্প খাতে কেন্দ্রের থেকে ১০ হাজার ৪৬৯ কোটি টাকা পাওনা রয়েছে। ওই টাকা যেন দ্রুত রাজ্যকে দেওয়া হয়।’’ প্রকল্প বাবদ বকেয়া টাকার একটি তালিকাও সংবাদমাধ্যমকে দেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্যের তরফে এই দাবির কথা রাজ্যসভায় উত্থাপন করেন তৃণমূল সাংসদ নাদিমুল হক।
আইন করেই রামমন্দির চায় বিশ্ব হিন্দু পরিষদ
আলোচনা নয়, আইন করে রামমন্দিরের নির্মাণের জন্য দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। গত ২৪-২৫ মার্চ দিল্লির আর কে পুরমে পরিষদের কেন্দ্রীয় টিমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে আদালতের বাইরে আলোচনা করে বিবাদ মেটাতে সুপ্রিম কোর্টের প্রস্তাবও খারিজ করা হয়েছে।
তিস্তা চুক্তিতে মমতাকে কটাক্ষ হাসিনার
নয়াদিল্লি সফর শেষে দেশে ফেরার আগে শেখ হাসিনা জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব নয়, তিস্তা নিয়ে নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতিকেই সামনে রাখছে ঢাকা। মমতার প্রস্তাবকে তাঁরা যে আদৌ গণ্য করছেন না, সে কথাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন হাসিনা। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী মোদী তিস্তা জলবণ্টন চুক্তি যত দ্রুত সম্ভব শেষ করার ব্যাপারে আবারও তাঁর সঙ্কল্পের কথা জানিয়েছেন। এটা হয়ে গেলে ভারত-বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।’’
বকেয়া মেটান, মোদিকে মমতা
বার বার বলা সত্ত্বেও রাজ্যের ঋণ তো মেটাননি। কোনও ছাড়ও মিলল না। এখন রাজ্যের পাওনা টাকাও দিচ্ছেন না। সব মিলিয়ে ১০ হাজার ৪৬৯ কোটি টাকা পাব। সেটাও আটকে রাখলে রাজ্য চালাব কী করে? রাজস্বের প্রায় সবই তো নিয়ে নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি বৈঠকে আজ এই মর্মেই রাজ্যের পাওনা বকেয়া প্রসঙ্গে জোর সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সরাসরি তিস্তার কথা না তুলেও ফরাক্কা ব্যারেজের উদাহরণ টেনে তিস্তা নিয়ে মমতা তাঁর আপত্তির কথা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। যদিও তিস্তা, বিকল্প প্রস্তাব ইত্যাদি নিয়ে মোদি কিছু না বললেও রাজ্যের পাওনা নিয়ে কী করা যায় তা দেখছেন বলে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মমতা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা নিয়ে নতুন করে কোনও কথা হয়নি। যা বলার আগেই বলেছি। লিখিতভাবে এবার দিচ্ছি। এরপর কেন্দ্র ভেবে দেখুক। রাজ্যের পাওনাগন্ডা নিয়ে বলেছি। অনেক টাকা পাব।
দিদি জল দিল না, বিজলি তো দিল কিছু তো পেলাম: হাসিনা
তিস্তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোর্সা ফরমুলা যে বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়, তা বুঝিয়ে দিয়ে নরেন্দ্র মোদির আশ্বাসেই আস্থা রাখতে চাইছে ঢাকা। কারণ মমতার আপত্তি সত্ত্বেও মোদি ঘোষণা করেছেন তিনি তিস্তা চুক্তি করবেনই। আজ হাসিনা বলেছেন, তিস্তা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর আশ্বাসেই ভরসা করছি। যদিও মমতার অনড় মনোভাবে হতাশ হলেও সম্পর্ক তিক্ত করতে চান না হাসিনা। আজ ভারত সফরের শেষদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানালেন, দিদির সঙ্গে কথা হয়েছে। দিদি পানি দিলেন না। কিন্তু বিজলি তো দিলেন! কিছু তো পাওয়া গেল অন্তত! উল্লেখ্য, নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মমতা পশ্চিমবঙ্গ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়ার কথা বলেছেন। হাসিনা তাতে সন্তোষ প্রকাশও করেছেন। যদিও তিস্তার বদলে এই বিদ্যুৎ কিংবা তোর্সা ফরমুলা ঢাকার মন গলাতে পারেনি। আজ হাসিনা তাই বলেছেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিস্তা নিয়ে। আমরা তাঁর প্রতিশ্রুতিতেই ভরসা করছি।
কলকাতা বিশ্ববিদ্যালয় ক্রমশ পিছিয়ে যাচ্ছে, তোপ পার্থর
ফের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিশানায় কলকাতা বিশ্ববিদ্যালয়। আগে আর্থিক শৃঙ্খলা, নিয়োগ ইত্যাদি নিয়ে তোপ দেগেছেন তিনি। কিন্তু সোমবার এই বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের অনুষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তুলোধোনা করলেন মন্ত্রী। তিনি বলেন, বাম আমলে ৩৪ বছর যেভাবে বাংলা পিছিয়ে গিয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ও তেমনই ক্রমশ পিছিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনই এই বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে কাউকে এগিয়ে আসতে হবে। শিক্ষামন্ত্রী যখন এই মন্তব্য করছেন, তখন মঞ্চে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) স্বাগত সেনসহ একঝাঁক শিক্ষক ও বিভিন্ন পদাধিকারী স্বভাবতই বেশ অস্বস্তিতে পড়েন। এর আগে একাধিকবার এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্যুভিত্তিক সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী। কিন্তু এবার সরাসরি পিছিয়ে পড়ার তকমা সেঁটে দিলেন। কেন পিছিয়ে পড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তা ভাবাচ্ছে তাঁকে। তবে বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা আছে, সেটাও মানছেন পার্থবাবু।
বালির তপন দত্ত খুনে নিম্ন আদালতের রায় খারিজ, আবার শুনানির নির্দেশ হাইকোর্টের
বালির তপন দত্ত খুনের মামলায় হাওড়া আদালত থেকে বেকসুর খালাস পেয়েছিল পাঁচ অভিযুক্ত। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি মুমতাজ খানের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের সেই রায় খারিজ করে দিল। বেঞ্চের নির্দেশ, নতুন করে দ্রুত নিম্ন আদালতকে বিষয়টির শুনানি করতে হবে। নিহতের স্ত্রী প্রতিমা দত্ত যে তথ্য দিতে চেয়েছেন, তা গ্রহণ করতে হবে। সেই জলাভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যকেও মামলার বিষয় হিসাবে গণ্য করতে হবে। জানা গিয়েছে, মৃতের পরিবার থেকে সিবিআই তদন্তের যে আরজি জানানো হয়েছিল, তা আলাদাভাবে হাইকোর্ট বিবেচনা করবে। হাওড়া জেলার বালিতে জয়পুর বিল বুজিয়ে ফেলার বিরোধিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তপন দত্ত। রাজ্যের শীর্ষ আদালতে তিনি তা নিয়ে জনস্বার্থ মামলাও করেছিলেন।
আশাহত হয়েই ফিরছেন হাসিনা, বিচলিত মোদীও
তিস্তা নিয়ে একেবারে খালি হাতেই ঢাকায় ফিরতে হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৷ সোমবার সকালে নয়াদিল্লির এক অনুষ্ঠানে তাঁর আক্ষেপ, ‘মোদীজি আমাকে আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু দিদিমণি কী করবেন, তা আমি জানি না ৷ আমার সঙ্গে কথা বলার সময় তো অন্য অবস্থানই নিলেন ৷’
মহাজোট চেয়ে সক্রিয় দিদি
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফলাফলের পর যা কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, দিল্লি এসে সেই বিরোধী ঐক্য গড়ে তোলার কাজটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সারাদিন ধরে একের পর এক বিরোধী নেতার সঙ্গে বৈঠক করে ঐক্যের কৌশল ঠিক করার ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন মুখ্যমন্ত্রী ৷
কুলভূষণের মৃত্যুদণ্ড বিচারের নামে প্রহসন, তীব্র নিন্দা ‘Amnesty'র
ভারতের প্রাক্তন বায়ুসেনা অফিসার কুলভূষণ যাদবকে ‘ভারতের চর’ হিসেবে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করল মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৷ পাকিস্তানের মিলিটারি কোর্টকে একহাত নিয়ে অ্যামনেস্টি ইন্টান্যাশনালের বক্তব্য, ‘আন্তর্জাতিক নিয়ম নীতিকে তোয়াক্কাই করছে না ৷’
ক্লাসরুমের বাইরেও পড়াশোনার মর্ম শেখাচ্ছে সেনাবনা
বাড়ি কাজ করে দিন চলে চন্দার ৷ মেয়েকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন ৷ একদিন জিজ্ঞাসা করেন, ‘আপ্পু, তু ক্যয়া বন্না চাহতি হ্যায় ?’ মাকে হতাশ করে কিশোরী উত্তর দেয়, ‘ম্যায় বাঈ বনুঙ্গি !’ ‘নীল বাটে সন্নাটা’ ছবির সে দৃশ্যের সঙ্গে বিশেষ ফারাক নেই পুরুলিয়ার এই গ্রামের বড় হয়ে কী হবি, দিদিমণি জিজ্ঞাসা করলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে বাচ্চাগুলো ৷