TRENDING:

কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

উদয়নের বাড়ি গিয়েও সাড়া পাননি শিবেন্দ্ররা

উদয়নের বাড়ির দরজা বন্ধ। সে বাড়ির ভিতরে আকাঙ্ক্ষা রয়েছেন, এই বিশ্বাসে কড়া নেড়ে চলেছেন তাঁর বাবা শিবেন্দ্র শর্মা ও ভাই আয়ুষ। কিন্তু শত কড়া নেড়েও লাভ হয়নি। মেয়ের দেখা মেলেনি। গত ডিসেম্বর মাসে এক দিন ভোপালের সাকেতনগরের উদয়ন দাসের বাড়ির দরজায় পৌঁছে এই অভিজ্ঞতা হওয়ায় সে দিনই সেখানকার গোবিন্দপুরা থানায় গিয়ে সাহায্যের আবেদন করেন শিবেন্দ্রবাবু। তাঁর ক্ষোভ, স্থানীয় পুলিশ তাঁর কথায় আমল দেয়নি। মেয়ে হারানো বাবার আক্ষেপ, ‘‘ওই সময় পুলিশ যদি উদয়নের বাড়িতে যেত, তা হলে ছেলেটা আগেই ধরা পড়ত! আমাদের মেয়ের খুন হওয়ার ব্যাপারটাও বেরিয়ে আসত!’’

advertisement

ছাড়ব আরও ভিডিও ফুটেজ, হুমকি চিঠি শুভ্রাকে

ইডি-র তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁর ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মিডিয়ায়। এর পরে আরও কিছু গোপন ছবি বাজারে ছাড়া হবে বলে শুভ্রা কুণ্ডুকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা এবং ইডি অফিসার মনোজ কুমারের বন্ধুত্ব নিয়ে চর্চা চলছে কিছু দিন ধরেই। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক রোজ ভ্যালি তদন্তে ছাপ ফেলেছে কি না, উঠেছে সেই প্রশ্নও। যে কারণে মনোজকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এবং ইডি, সমান্তরাল ভাবে তদন্ত চালাচ্ছে।

advertisement

মামলা-জটে অনিশ্চিত শশীর শপথ

এডিএমকে-র পাশাপাশি তামিলনাড়ু সরকারের রাশ হাতে নেওয়ার পথেও এগোচ্ছিলেন শশিকলা নটরাজন। কিন্তু আগামিকাল তাঁর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অনিশ্চিত হয়ে গিয়েছে দু’দশকের পুরনো দুর্নীতি মামলার জেরে। বছর কুড়ি আগে জয়ললিতার সঙ্গেই তাঁর ছায়াসঙ্গী শশিকলার নাম একের পর এক দুর্নীতির মামলায় জড়াতে শুরু করে। জয়ললিতা চারটি মামলায় প্রাথমিক ভাবে দোষী সাব্যস্ত হয়েও শেষে বাঁধন কেটে বেরিয়ে যান। শুধু ৬৬.৬৫ কোটি টাকার আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলা থেকে মুক্তি পাননি। সেই মামলাই এখন খাঁড়ার মতো শশিকলার মাথার উপর ঝুলছে।

advertisement

খারাপ কিছু হলে দায় বিচারপতিরই, ফুঁসছেন ট্রাম্প

বেজায় খাপ্পা মার্কিন প্রেসিডেন্ট। আদালতের স্থগিতাদেশে তিনি নিজেই আটকে গিয়েছেন। মেজাজ হারিয়ে তাই এ বার আদালতকেই কাঠগড়ায় তুললেন ডোনাল্ড ট্রাম্প! এক টুইটে বললেন, ‘‘আমেরিকার খারাপ একটা কিছু হয়ে গেলে তার দায় নিতে হবে ওই বিচারপতিকেই।’’

advertisement

১৮ লক্ষের জন্যই কি আকাঙ্ক্ষা খুন

আকাঙ্ক্ষা ওরফে শ্বেতা শর্মার বিয়ের জন্য তাঁর বাবা শিবেন্দ্রকুমার শর্মা মেয়ের অ্যাকাউন্টে ১৮লক্ষ টাকা রেখেছিলেন। ওই টাকা হাতাতে না পেরেই আকাঙ্ক্ষাকে খুন করেছে উদয়ন দাস। আকাঙ্ক্ষার পরিবার এমনটাই সন্দেহ করছে বলে সোমবার মৃতার মামা রাজেশ সিং জানিয়েছেন। আকাঙ্ক্ষার এটিএম কার্ড ব্যবহার করে অন্য একটি অ্যাকাউন্ট থেকে উদয়ন ১লক্ষ ২০হাজার টাকা তুলে নিয়েছে বলেও মৃতার পরিবারের অভিযোগ। ঠান্ডা মাথায় একের পর এক খুন ও দেহ লোপাটের চেষ্টা করায় উদয়নকে কোনও মতেই ‘সাইকো’ বলে  মানতে নারাজ রাজেশবাবু। এদিকে, এদিন বিকালে দিদির চিতাভস্ম নিয়ে আকাঙ্ক্ষার ভাই আয়ূষ শর্মা রায়পুর থেকে বাঁকুড়ায় এসে পৌঁছেছেন। বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা জানিয়েছেন, শ্বেতার বাবা ও মায়ের সামনে বসিয়ে উদয়নকে জেরা করা হবে। ফেসবুকে আকাঙ্ক্ষার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই উদয়ন নিজের সম্পর্কে মিথ্যা বলে গিয়েছিল। অথচ, আকাঙ্ক্ষার কাছ থেকে সে খুঁটিয়ে সব সত্য জেনে নিয়েছিল। বিশ্বাস করে আকাঙ্ক্ষাও নিজের সম্পর্কে প্রায় সব কিছুই উদয়নকে জানিয়ে দিয়েছিল। এদিকে, বছরখানেক আগে থেকেই পরিবারের লোকজন বছর আঠাশের আকাঙ্ক্ষার বিয়ের ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করেছিল।

দলীয় কর্মীকেই জুতোপেটা, বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলার

শ্রীরামপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচনে তৃণমূলের চূড়ান্ত গোষ্ঠী কোন্দলের জেরে হারের জ্বালা মেটাতে বিরোধী গোষ্ঠীর সক্রিয় প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মী সুজিত ভট্টাচার্যকে তুলে নিয়ে গিয়ে প্রথমে প্রকাশ্যে জুতোপেটা এবং পরে নাকে খত দেওয়ানো হয় বলে অভিযোগ। শ্রীরামপুরের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা শ্রীরামপুর পুরসভার কাউন্সিলার ঝুম মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী রাজা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রবিবার রাতে শ্রীরামপুর থানায় এই অভিযোগ দায়ের করেন সুজিতবাবুর ছেলে সাগ্নিক ভট্টাচার্য। রবিবার সন্ধ্যায় ঘটনার পর সুজিতবাবু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনায় শ্রীরামপুর সহ হুগলি জেলা তৃণমূলের মধ্যেই প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। রাজ্য তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে সোমবার বিকালে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত গোঘাটের বিধায়ক মানস মজুমদার এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (পূর্ত) মনোজ চক্রবর্তীকে নিয়ে চিকিৎসাধীন ৬৫ বছরের প্রবীণ সুজিতবাবুকে দেখে অবাক হয়ে যান।

সোনারপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন

বেড়া দেওয়া ঘরের ভিতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল। সোমবার সকালে সোনারপুর থানার লেনিননগরে ৩২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম প্রীতি বসাক (১৬)। কিশোরীর বাবা শ্রীদাম বসাক এদিন পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও পুলিশের অনুমান, ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই কিশোরীকে। যদিও ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পরই গড়িয়ার কালীবাজার থেকে ওই কিশোরীর প্রেমিক তাপস দাসসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সাহারার ৩৯ হাজার কোটির অ্যাম্বিভ্যালি দখল নিতে নির্দেশ সর্বোচ্চ আদালতের

ফের বড় ধাক্কা খেলেন ব্যবসায়ী সুব্রত রায়। পুনেতে সাহারা গোষ্ঠীর ৩৯ হাজার কোটি টাকার ‘আম্বি ভ্যালি’ টাউনশিপের সম্পত্তি ‘অ্যাটাচমেন্টে’র নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাতে এই সম্পত্তির নিলামের প্রক্রিয়া শুরু করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। পাশাপাশি সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, দু’সপ্তাহের মধ্যে সাহারা গোষ্ঠীকে তাদের ‘বন্ধকমুক্ত সম্পত্তি’র তালিকা পেশ করতে হবে। যাতে ২৪ হাজার কোটি টাকা মূলধনের মধ্যে বকেয়া ১৪ হাজার কোটির বেশি ফেরাতে তা নিলামের ব্যবস্থা করা যায়। এই টাকা সেবি-সাহারা অ্যাকাউন্টে জমা করার কথা। এদিন বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, মূলধনের মোট পরিমাণের মধ্যে প্রায় ১১ হাজার কোটি জমা করা হয়েছে। এখনও ১৪ হাজার কোটিরও বেশি জমা করা বাকি। সুপ্রিম কোর্টে সেবির আইনজীবী প্রতাপ বেণুগোপাল বলেন, ২০১৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মূল টাকার সঙ্গে সুদ মিলিয়ে সাহারা গোষ্ঠীর মোট বকেয়া দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৬৯ কোটি টাকা।

বাঘ সাফারির পাশে পাতা শিকারির ফাঁদ, আশঙ্কিত বনদপ্তর

ঠিক যেন বাঘের ঘরে ঘোগের বাসা ৷ শিলিগুড়ির কাছে বৈকন্ঠপুর বনাঞ্চলের ভিতরে তৈরি বেঙ্গল সাফারি পার্কের পাশেই পাওয়া গেল বন্যপ্রাণী ধরার ফাঁদ ৷ গত ২৫ জানুয়ারি ওই ফাঁদে লাগোয়া বনবস্তির এক বাসিন্দার গোরু আটকে মারা যাওয়ার খবর পেয়ে নড়েচড়ে বসে বন দপ্তর ৷

বহু ‘উদয়ন’ আমাদের ঘরেও, বলছেন ডাক্তাররা

তর্ক হলেই বাবাকে সপাটে চড়, মায়ের গলা টিপতে যাওয়া ৷ মা নামজাদা স্কুলের প্রিন্সিপ্যাল ৷ বাবা কেন্দ্রীয় গবেষণা সংস্থার বিজ্ঞানী ৷ ছেলেও সোনার টুকরো, আমেরিকায় বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকুরে ৷

ভূমিকম্পে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ গোটা উত্তর ভারত ৷ সোমবার রাত ১০ টা ৩৩ নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি, চণ্ডীগড়, দেরাদুন, আগ্রা-সহ বিস্তীর্ণ এসাকায় ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৮ ৷

‘সু্প্রমি’-মামলা ! শশীর শপথে জটিলতা

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

মঙ্গলবার তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন শশীকলা ? সোমবার রাতে হঠাৎ সমীকরণ বদলে দিচ্ছে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি দনস্বার্থ মামলা ৷ যার জেরে চিন্নাম্মার মুখ্যমন্ত্রীপদে শপথগ্রহণ আপাতত স্থগিত থাকারই জোর সম্ভাবনা তৈরি হল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল