TRENDING:

গার্ডেনরিচের আমির খানের বাড়িতে টাকার পাহাড়, এল ট্রাক, ১০টি সিন্দুক বোঝাই করে নিয়ে যাওয়া হল টাকা

Last Updated:

গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়িতে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়ালো ১৭ কোটি টাকা। টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হল একটি ট্রাক। সেই ট্রাকে মোট ১০টি সিন্দুক আছে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জুলাই মাসের পর শহর কলকাতায় ফের টাকার পাহাড়! প্রথমে ৭, তার পরে ৮ কোটি৷ সাত ঘণ্টা টাকা গোনার পর অঙ্কটা বেড়ে হল ১২ কোটি৷ তার ঘণ্টা খানেকের মধ্যেই গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়িতে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়ালো ১৭ কোটি টাকা। টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হল একটি ট্রাক। সেই ট্রাকে মোট ১০টি সিন্দুক আছে বলে জানা গিয়েছে।
advertisement

এখনও টাকা গোনা শেষ হয়নি। আমিরের বাড়িতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ব্যাঙ্কনোট গোনার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখার আধিকারিকদের ডাকা হয়। তাঁরা মোট আটটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন।

মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার একটি মামলায় শনিবার শহরের ৬ জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়, যার ভিত্তিতে শুরু হয় তদন্ত। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪০৯, ৪৬৮, ৪৬৯, ৪৭১ ও ৩৪ ধারায় অভিযুক্ত আমির খানের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট-এর এজলাসে অভিযোগ দায়ের করে ফেডেরাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইডি সূত্রে জানা গিয়েছে, নেসার আহমেদ খান-এর ছেলে আমির খান ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপলিকেশন লঞ্চ করে। এই অ্যাপটির মাধ্যমেই চলতে থাকে প্রতারণার কাজ।

advertisement

প্রাথমিক ভাবে ওই অ্যাপের মাধ্যমে খেলায় অংশগ্রহণকারী গ্রাহকেরা কমিশন পেতেন। ওয়ালেট-এ যে ব্যালেন্স জমা হত, তা কোনও ঝামেলা ছাড়াই যখন ইচ্ছে তুলে নেওয়া যেত। এ ভাবেই গ্রাহকদের বিশ্বাস অর্জনের পর আমিররা তার ফায়দা তুলতেন বলে ইডির দাবি। মোটা কমিশনের লোভে গ্রাহকেরা মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করতে থাকলেন! এর পরেই ঘটল বিপত্তি! আচমকাই একদিন দেখা গেল তাঁরা অ্যাপ-এর থেকে আর টাকা তুলতে পারছেন না। এর পর রাতারাতি অ্যাপ-এর সার্ভার থেকে মুছে দেওয়া হল সমস্ত ডেটা। ততক্ষণে গ্রাহকেরা আন্দাজ করে ফেলেছেন, কতবড় প্রতারণার শিকার হয়েছেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শনিবার তল্লাশি অভিযানের সময় একাধিক ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইডি। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার মামলার তদন্তে নিউটাউন, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি-সহ ছয় জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকেরা। হানা দেয় শাহি আস্তাবল গলির নেসার আহমেদ খান ও আমির খানের বাড়িতে! নিসারের বাড়ির দোতলার একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে ভরা ছিল থরে থরে নোটের বান্ডিল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গার্ডেনরিচের আমির খানের বাড়িতে টাকার পাহাড়, এল ট্রাক, ১০টি সিন্দুক বোঝাই করে নিয়ে যাওয়া হল টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল