TRENDING:

Tripura TMC : আগামী দিনে কী পরিকল্পনা ত্রিপুরায়? বুঝে নিতে কলকাতায় আসছে তৃণমূলের প্রতিনিধি দল...

Last Updated:

Tripura TMC : জনবিরোধী ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যেতে চায় ত্রিপুরা টিএমসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

সূত্রের খবর,অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রিপুরার আট জেলার প্রতিনিধি আসবেন কলকাতায়। প্রতি জেলা থেকে আসবেন দু'জন করে। ছাত্র, যুব,মহিলা, তফশিলী,উপজাতি সহ বিভিন্ন সংগঠন মিলিয়েই কলকাতা আসবে এই প্রতিনিধি দল। ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা আশিষলাল সিংহ জানিয়েছেন, "দলের সকলেই আমাদের কাজের প্রশংসা করেছেন। আমাদের সর্ব স্তরের কর্মীরা এতে দারুণ উৎসাহ পেয়েছেন। তাই আগামী দিনে আমাদের কি করণীয় হবে তা বুঝতেই আমরা মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় সাথে দেখা করতে চাই।"

advertisement

২১ জুলাই পালনে বাধা আসলেও এখনই হার মানতে চাইছেন না কর্মীরা। এবার ২১ জুলাই পালনে ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিয়েছিল তৃণমূল। কারণ পড়শি রাজ্যে প্রভাব বিস্তারের মাধ্যমেই তৃণমূল নিজেকে প্রসারিত করতে চেয়েছে। সেই মতো আগেভাগে ডাক পাঠানো হয়েছিল আশিস লাল সিং-কে। রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরাতেও বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে ২০২৪ এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে যে বার্তা যাবে তাতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সুবিধা হবে। দ্বিতীয়ত, মমতা বন্দোপাধ্যায় যে একমাত্র বিজেপি বিরোধী মুখ সেটাও বুঝিয়ে দেওয়া যাবে।

advertisement

তাই ত্রিপুরায় এখন থেকেই সংগঠনের ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই সব বিবেচনা করেই পোস্টার, প্রজেক্টর দেখানো শুরু হয়। কিন্তু বাধ সাধছে করোনা। গত কয়েক মাস ধরেই ত্রিপুরার করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। সেই অজুহাত সামনে রেখেই বিপ্লব দেব সরকার তৃণমূলকে বেগ দিতে চাইছে। কার্ফু জারি। তাই জমায়েতে স্বাভাবিক ভাবেই না।

advertisement

অবশ্য শুধু ত্রিপুরাই নয়। তৃণমূল নিজেদের অস্তিত্ব বৃদ্ধিতে মরিয়া। ফলে গুজরাট, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতেও ২১ জুলাই পালন করেছে তারা। গুজরাটের ৩২ টি জেলায় জায়েন্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হয়েছিল। উত্তরপ্রদেশে গিয়েছিলেন খোদ সাংসদ সুখেন্দু শেখর রায়। তবে ত্রিপুরার ক্ষেত্রে এখন দেখার এই পরিস্থিতিতে কী রণকৌশল নেয় তৃণমূল কংগ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tripura TMC : আগামী দিনে কী পরিকল্পনা ত্রিপুরায়? বুঝে নিতে কলকাতায় আসছে তৃণমূলের প্রতিনিধি দল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল