৩৩টি সাংগঠনিক জেলায় পঞ্চায়েতের লক্ষ্যে বৈঠক করবে তৃণমূল । আগামী ১২ জানুয়ারি শেষ হবে এই বৈঠক । তারই প্রস্তুতিতে আজ বিশেষ বৈঠক তৃণমূল ভবনে। অন্যদিকে শাসক দলের মতই মহিলা ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করেছে বিরোধী বিজেপিও । বিভিন্ন কমিটিতে মহিলা নেত্রীদের গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে । আগামী নির্বাচনে সব দলেরই নজর রাজ্যের ৪৭ শতাংশ মহিলা ভোট ব্যাঙ্কের দিকেই। লক্ষ্য রাজ্যের মহিলা ভোট।
advertisement
আরও পড়ুন-পাখির চোখ পঞ্চায়েত ভোট, বিজেপির ‘নভেম্বর বিপ্লব’! রাজ্যজুড়ে আন্দোলনে পদ্ম ব্রিগেড
তৃণমূল কংগ্রেস গঠন করল নয়া মহিলা সাংগঠনিক কমিটি। পঞ্চায়েতের আগেই ঝাঁপাচ্ছে তৃণমূল। গঠন করা হল ৪৪ জনের নয়া কমিটি। জেলা কমিটিতেও একাধিক বদল আনা হল। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পঞ্চায়েতের মহিলা আসন সংরক্ষণের মতো ইস্যু নিয়ে ঘরে ঘরে যাবে কমিটি। আগামী সপ্তাহেই ডাকা হচ্ছে বিশেষ বৈঠক। ৫ মে থেকে জনসংযোগ শুরু করবেন মহিলা কমিটির সদস্যরা। বিরোধীদের জবাব দিতে হাতিয়ার লক্ষ্মী ভাণ্ডার এবং স্বাস্থ্য সাথী।
আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের শঙ্কা প্রবল ! আকাশ কি ভাঙবে তবে কালীপুজোতেই?
এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘মহিলাদের জন্যে একাধিক প্রকল্পে মর্যাদা দেওয়ার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে ৫০% আসন সংরক্ষণ করা হয়েছে। এর দ্বারা রাজনৈতিক সম্মান পেয়েছে মেয়েরা ৷ সামাজিক সম্মানের জন্যে ২০১৬ সালে স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছিল। মহিলাদের জন্যে এই সম্মান দেওয়া হয়েছিল। এরকম স্কিম কোথাও নেওয়া হয়নি। অর্থনৈতিক ভাবে মহিলাদের স্বাবলম্বী করা হোক। সেই কারণেই ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়। সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে কেন্দ্র যখন ব্যর্থ। তখন রাজ্য সেটা করে দেখিয়েছে ৷ মেয়েরাও তার প্রতি আস্থা দেখিয়েছে।’’