TRENDING:

মর্গ্যানে মোহভঙ্গ ? লাল-হলুদে সাহেব কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

Last Updated:

মর্গ্যান বিরোধী হাওয়া ক্রমশ তীব্র হচ্ছে ইস্টবেঙ্গলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মর্গ্যান বিরোধী হাওয়া ক্রমশ তীব্র হচ্ছে ইস্টবেঙ্গলে। ব্রিটিশ কোচের ওপর ক্ষিপ্ত ক্লাবের একটা বড় অংশ। আই লিগ শেষ হওয়ার আগেই মর্গ্যানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছে।
advertisement

শেষ ল্যাপের আই লিগ রীতিমতো জমজমাট। তবে এর মধ্যেই কোচ ট্রেভর মর্গ্যানের ভবিষ্যৎ নিয়ে ডামাডোল শুরু ইস্টবেঙ্গলে। কোচের ওপর প্রচন্ড ক্ষিপ্ত কর্তাদের একটা অংশ। ক্লাবের এক কর্তার সঙ্গে চার্চিল কোচ ডেরেক পেরেরার সম্পর্ক বেশ ভাল। ইস্টবেঙ্গলকে হারাবার পর খোশমেজাজে ছিলেন ডেরেক। তখন সেই কর্তা না কি সৌজন্য সাক্ষাৎও সেরে এসেছেন। সব মিলিয়ে জলঘোলা হতে শুরু করেছে। কেন রোমিও, জ্যাকি, ডেভিডদের মতো উঠতি প্রতিভাদের ব্যবহার করছেন না ট্রেভর ? সেই নিয়ে অনেকদিনই ক্ষোভ রয়েছে। চার্চিল ম্যাচের পর লাভা বেরিয়ে আসতে শুরু করেছে। ইস্ট-মোহন মিলিয়ে ৫ বার আই লিগ জয়ী দীপেন্দু বিশ্বাসও মর্গ্যানের কিছু সিদ্ধান্তে বিস্মিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আই লিগের প্রায় চূড়ান্ত পর্বে এসে বারবার খেই হারিয়েছে লাল-হলুদ। এবারও সেই একই ট্রেন্ড অব্যাহত। মাঠ আর মাঠের বাইরের মেগা বিতর্ক সামলে মর্গ্যান সাফল্য আনতে পারেন কি না সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মর্গ্যানে মোহভঙ্গ ? লাল-হলুদে সাহেব কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল