শেষ ল্যাপের আই লিগ রীতিমতো জমজমাট। তবে এর মধ্যেই কোচ ট্রেভর মর্গ্যানের ভবিষ্যৎ নিয়ে ডামাডোল শুরু ইস্টবেঙ্গলে। কোচের ওপর প্রচন্ড ক্ষিপ্ত কর্তাদের একটা অংশ। ক্লাবের এক কর্তার সঙ্গে চার্চিল কোচ ডেরেক পেরেরার সম্পর্ক বেশ ভাল। ইস্টবেঙ্গলকে হারাবার পর খোশমেজাজে ছিলেন ডেরেক। তখন সেই কর্তা না কি সৌজন্য সাক্ষাৎও সেরে এসেছেন। সব মিলিয়ে জলঘোলা হতে শুরু করেছে। কেন রোমিও, জ্যাকি, ডেভিডদের মতো উঠতি প্রতিভাদের ব্যবহার করছেন না ট্রেভর ? সেই নিয়ে অনেকদিনই ক্ষোভ রয়েছে। চার্চিল ম্যাচের পর লাভা বেরিয়ে আসতে শুরু করেছে। ইস্ট-মোহন মিলিয়ে ৫ বার আই লিগ জয়ী দীপেন্দু বিশ্বাসও মর্গ্যানের কিছু সিদ্ধান্তে বিস্মিত।
advertisement
আই লিগের প্রায় চূড়ান্ত পর্বে এসে বারবার খেই হারিয়েছে লাল-হলুদ। এবারও সেই একই ট্রেন্ড অব্যাহত। মাঠ আর মাঠের বাইরের মেগা বিতর্ক সামলে মর্গ্যান সাফল্য আনতে পারেন কি না সেটাই দেখার।