শুক্রবারই এসেছেন কলকাতায়। ঈদ উপলক্ষে দশদিনের ছুটিতে চুটিয়ে আনন্দ করার পরিকল্পনা ছিল। কিন্তু না ঘুমিয়েই কেটে গিয়েছে পুরো রাত। টিভি থেকে চোখ সরাতে পারেননি। কিছুক্ষণ পর পরই বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছেন। পরিবার নিরাপদে আছে জেনে চিন্তা কাটছে না তাদের। উৎসবের আবহে দেশে এপর্যন্ত সম্ভবত সবচেয়ে বড় জঙ্গি হামলা। তাও আবার গুলশনের মতো অভিজাত এলাকায়। গুলশনে হামলা হলে, বাংলাদেশের তো কোনও জায়গাই সুরক্ষিত নয়। এমনটা ভেবেই আতঙ্কিত কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশি নাগরিকরা।
advertisement
খুব প্রয়োজন ছাড়া বাড়ি ছাড়তে বারণ করেছে পুলিশ , প্রশাসন। ঘরবন্দি আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধব । কলকাতায় বেড়াতে এসে দেশের আত্মীয়ের চিন্তায় চোখের পাতা এক করতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা।
সদর স্ট্রিটের বিভিন্ন ট্রাভেল এজেন্টের অফিসে এখন ঘরে ফেরার লম্বা লাইন। এক রাশ আতঙ্ক, দুশ্চিন্তা নিয়ে বেড়ানোর মাঝপথেই দেশে ফিরতে চান অনেকে।