TRENDING:

কাঁটাতারের বেড়া পেরিয়ে আতঙ্ক-উৎকণ্ঠার আঁচ কলকাতায়

Last Updated:

ঈদের আগেই রক্তাক্ত বাংলাদেশ ৷ ঢাকার হাই প্রোফাইল এলাকার রেস্তোরাঁয় জঙ্গি হামলা। বেশ কয়েকজন পণবন্দি। চলছে সেনা-জঙ্গি লড়াই। ঈদের ছুটিতে কয়েকদিনের জন্য ভারত বেড়াতে আসা বাংলাদেশি নাগরিরদের রাত কেটেছে গভীর উৎকন্ঠায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ঈদের আগেই রক্তাক্ত বাংলাদেশ ৷ ঢাকার হাই প্রোফাইল এলাকার রেস্তোরাঁয় জঙ্গি হামলা। বেশ কয়েকজন পণবন্দি। চলছে সেনা-জঙ্গি লড়াই। ঈদের ছুটিতে কয়েকদিনের জন্য ভারত বেড়াতে আসা বাংলাদেশি নাগরিরদের রাত কেটেছে গভীর উৎকন্ঠায়। পরিবারর জন্য দুশ্চিন্তায় অনেকেই তড়িঘড়ি কলকাতা ছাড়ছেন।
advertisement

শুক্রবারই এসেছেন কলকাতায়। ঈদ উপলক্ষে দশদিনের ছুটিতে চুটিয়ে আনন্দ করার পরিকল্পনা ছিল। কিন্তু না ঘুমিয়েই কেটে গিয়েছে পুরো রাত। টিভি থেকে চোখ সরাতে পারেননি। কিছুক্ষণ পর পরই বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছেন। পরিবার নিরাপদে আছে জেনে চিন্তা কাটছে না তাদের। উৎসবের আবহে দেশে এপর্যন্ত সম্ভবত সবচেয়ে বড় জঙ্গি হামলা। তাও আবার গুলশনের মতো অভিজাত এলাকায়। গুলশনে হামলা হলে, বাংলাদেশের তো কোনও জায়গাই সুরক্ষিত নয়। এমনটা ভেবেই আতঙ্কিত কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশি নাগরিকরা।

advertisement

খুব প্রয়োজন ছাড়া বাড়ি ছাড়তে বারণ করেছে পুলিশ , প্রশাসন। ঘরবন্দি আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধব । কলকাতায় বেড়াতে এসে দেশের আত্মীয়ের চিন্তায় চোখের পাতা এক করতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সদর স্ট্রিটের বিভিন্ন ট্রাভেল এজেন্টের অফিসে এখন ঘরে ফেরার লম্বা লাইন। এক রাশ আতঙ্ক, দুশ্চিন্তা নিয়ে বেড়ানোর মাঝপথেই দেশে ফিরতে চান অনেকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কাঁটাতারের বেড়া পেরিয়ে আতঙ্ক-উৎকণ্ঠার আঁচ কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল