TRENDING:

WBCS-এর ফর্মে থাকতে হবে তৃতীয় লিঙ্গের উল্লেখ, স্যাটের নির্দেশে জট কাটল অত্রির

Last Updated:

অত্রি ভট্টাচার্য। প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি রূপান্তরকামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ২০১৪-র সুপ্রিম কোর্টের নির্দেশ বলছে, মান্যতা দিতে হবে তৃতীয় লিঙ্গকে। কিন্তু, ২০১৬-র শেষে এসেও সেই নির্দেশকে মান্যতা দেয়নি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। যার গেরোয় WBCS-পরীক্ষায় বসাই হচ্ছিল না রূপান্তরকামী অত্রি করের। কারণ, অনলাইন ফর্মে তৃতীয় লিঙ্গের কোনও উল্লেখই নেই। আজ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের নির্দেশে কাটল সেই জট।
advertisement

অত্রি ভট্টাচার্য। প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি রূপান্তরকামী। এই পরিচিতিই তাঁর WBCS-পরীক্ষায় বসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কারণ পরীক্ষার অনলাইন ফর্মে তৃতীয় লিঙ্গের কোনও উল্লেখই নেই। অথচ আড়াই বছর পুরনো সুপ্রিম কোর্টের একটি নির্দেশ বলছে, সব ক্ষেত্রে মান্যতা দিতে হবে তৃতীয় লিঙ্গকে। পাবলিক সার্ভিস কমিশনে বারে বারে দরবার করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ওয়েস্টবেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের দ্বারস্থ হন অত্রি।

advertisement

সেই মামলাতেই সোমবার অত্রির পক্ষে রায় দিয়েছে স্যাটের বিচারপতি অমিত তালুকদার ও বিশেষজ্ঞ সদস্য সমর ঘোষের বেঞ্চ।

স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের নির্দেশে খুশি অত্রি। এদিন WBCS-পরীক্ষার অফ লাইন ফর্মও ফিলআপ করেন তিনি।

প্রথম লড়াইয়ে তিনি জয়ী। আপাতত পরের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন অত্রি কর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রিপোর্টার: সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
WBCS-এর ফর্মে থাকতে হবে তৃতীয় লিঙ্গের উল্লেখ, স্যাটের নির্দেশে জট কাটল অত্রির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল