বেলগাছিয়া থেকে বিবাদি বাগ, বেলগাছিয়া থেকে ধর্মতলা-সহ একাধিক রুট বন্ধ বা আংশিক বন্ধ করা হয়েছে ট্রাম পরিষেবার ক্ষেত্রে । এই ট্রাম পরিষেবা কেন পুরোপুরি চালু হবে না? বা ট্রাম পরিষেবা চালু করতে কোথায় কোথায় অসুবিধা সেই কথা নিয়েই Calcutta Tram Users Association একটি বিক্ষোভ প্রদর্শন করল রবিবার দুপুরে । সংগঠনের তরফে দাবি করা হয় কেন এই পরিষেবা বন্ধ হল? অপরদিক থেকে পরিবেশবান্ধব ও কম খরচের ট্রামের পরিষেবা কেন পাবেন না সাধারণ মানুষ, সেই দাবিও তোলা হয় ।
advertisement
আরও পড়ুন : কোথায় কোথায় ঝেঁপে আসছে বৃষ্টি? জানুন আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস
আরও পড়ুন : রাতের অন্ধকারে সেগুন কাঠ পাচার চক্র পর্দা ফাঁস করল কাস্টমস আধিকারিকরা
সংগঠনের সদস্য মহাদেব শী জানান, ‘‘এই পরিষেবা আগে অনেক বেশি করেই পেতেন শহরবাসী, এখনো তো ট্রামটাই নেই। অনেক সময় যানজটের কথা বলা হয় কিন্তু ট্রাম তার লাইন দিয়ে গেলে যানযট হওয়ার তো কথা নয় । পরিবেশ দূষণ নিয়ে যখন এত ভাবনাচিন্তা হচ্ছে তখন ট্রাম পরিষেবায় কোন দূষণ হয় না তা হলে তো ট্রাম চালু করা দ্রুত প্রয়োজন । এই সব দাবিকে সামনে রেখে রবিবার বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে শ্যামবাজার পর্যন্ত ট্রাম বাঁচাও এই দাবিতে মিছিল করলেন Calcutta Tram Uses Association।
ট্রাম চালুর এই দাবির পাশাপাশি রবিবার সংগঠনের করফে জানানো হয় আগামীদিনে আরও একাধিক কর্মসূচি একই প্রসঙ্গে করা হবে।