TRENDING:

দুর্ভোগ চলছেই, শিয়ালদহ মেন শাখায় আজ বাতিল আরও বেশি ট্রেন

Last Updated:

ব্যারাকপুর ও ইছাপুরের মধ্যে কিছু অংশে রয়েছে পুরনো ম্যানুয়াল সিগন্যালিংয়ের ব্যবস্থা ৷ সেই কারণে ওই অংশে কমে যায় ট্রেনের গতি ৷ রেলের তরফে খবর, ওই অংশে স্বয়ংক্রিয় সিগন্যালের কাজ করার জন্যই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাতের দুর্ভোগ কাটতে না কাটতেই ফের আজ সকাল থেকে শুরু হয়েছে চরম দুর্ভোগ ৷ নিত্যদিনের কাজে বেরিয়ে নাকাল যাত্রীরা ৷
advertisement

সিগন্যাল মেরামতির জন্য শিয়ালদহ মেন শাখায় মোট ১৫৮টি ট্রেন বাতিলের ঘোষণা করেছিল পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ সেই মতো গতকাল থেকেই অনিয়মিত হয়ে পড়ে ট্রেন চলাচল ৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইছাপুর-বারাকপুরের মাঝে অটো সিগনালিংয়ের কাজ শুরু হবে ৷ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চলবে কাজ ৷ সেই কারণেই বাতিল হবে বেশ কিছু ট্রেন ৷ আজ শিয়ালদহ ডিভিশনে বাতিল হয়েছে মোট ৬৬টি ট্রেন ৷

advertisement

ব্যারাকপুর ও ইছাপুরের মধ্যে কিছু অংশে রয়েছে পুরনো ম্যানুয়াল সিগন্যালিংয়ের ব্যবস্থা ৷ সেই কারণে ওই অংশে কমে যায় ট্রেনের গতি ৷ রেলের তরফে খবর, ওই অংশে স্বয়ংক্রিয় সিগন্যালের কাজ করার জন্যই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ চারদিন ধরে চলবে এই কাজ ৷ অটো সিগন্যালের কাজ সম্পূর্ণ হয়ে গেলে অনেকটাই বেড়ে যাবে মেন শাখায় ট্রেনের গতি ৷ এতে উপকৃত হবে নিত্যযাত্রীরা ৷

advertisement

আরও পড়ুন: জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদের ডাকে দেশজোড়া বনধ, সমর্থন জানিয়েও সামিল হচ্ছে না তৃণমূল

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তবে অফিসের ব্যস্ত সময়ে ট্রেন না পেয়ে নাকাল হতে হচ্ছে যাত্রীদের ৷ গতকাল যে কয়েকটি ট্রেন চলেছে, সেগুলিও গড়ে ৩-৪ ঘণ্টা লেটে চলেছে ৷ খুব স্বাভাবিকভাবেই হাতে গোণা কয়েকটি ট্রেনের উপর চাপ বেড়েছে যাত্রীদের ৷ ফলে অনেক রাতে বাঁদুড়ঝোলা হয়ে ঘরে ফিরেছেন সাধারণ মানুষ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্ভোগ চলছেই, শিয়ালদহ মেন শাখায় আজ বাতিল আরও বেশি ট্রেন