আগামিকাল বাতিল করা হয়েছে হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস (Howrah-Bhadrak Baghajatin Express), হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস (Howrah-Adra Shiromoni Express), হাওড়া-পুরুলিয়া সুপারফার্স্ট এক্সপ্রেস (Howrah-Purulia Superfast Express), হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস (Howrah-Tatanagar Steel Express), শালিমার-পুরী এক্সপ্রেস (Shalimar-Puri Express), হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছেন বহু যাত্রী।
advertisement
১১ তারিখও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া-শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক হাওড়া এক্সপ্রেস
শুক্রবার বিক্ষোভের জেরে বাতিল করা হয় একাধিক লোকাল ট্রেন। বাতিল হয় ১৫টি উপ ও ১৫টি ডাউন ইএমইউ লোকাল। রুট পরিবর্তন হয়েছে হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ও হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস-এর।