এই সমস্ত সমস্যা কম করতে এবং সুরক্ষার মানদণ্ড বজায় রাখতে রেলওয়ে নীচের বর্ণনা অনুযায়ী নিম্নলিখিত ট্রেনগুলি নিয়ন্ত্রণ করা হবে:
ট্রেন পরিষেবা বাতিল:
১। প্রত্যেক সোমবার ও শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৩ (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস বাতিল থাকবে।
advertisement
২। প্রত্যেক বুধবার ও রবিবার, ০২ মার্চ, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস বাতিল থাকবে।
৩। প্রত্যেক সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২০ (কামাখ্যা-গয়া) এক্সপ্রেস বাতিল থাকবে।
৪। প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬১৯ (গয়া-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।
৫। প্রত্যেক বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস বাতিল থাকবে।৬।প্রত্যেক শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২২ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।
ট্রেন পরিষেবার ফ্রিকোয়েন্সি হ্রাস:
১। প্রত্যেক রবিবার ও বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেস বাতিল থাকবে।
২। প্রত্যেক বুধবার ও শনিবার, ০৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৪৮৩ (আলিপুরদুয়ার-দিল্লি) সিকিম মহানন্দা এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক শুক্রবার ও সোমবার, ১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার) সিকিম মহানন্দা এক্সপ্রেস বাতিল থাকবে।
৩। প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫২৪ (নিউ দিল্লি-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস বাতিল থাকবে।
৪। প্রত্যেক শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৯ (ডিব্রুগড়-লালগড় জং.) অবধ অসম এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯১০ (লালগড় জং.-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস বাতিল থাকবে।