TRENDING:

Train Cancellation: ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল, একবার তালিকায় চোখ বুলিয়ে নিন

Last Updated:

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রেন বাতিল ও চলাচলের ফ্রিকোয়েন্সি হ্রাস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: আসন্ন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সুরক্ষা ও পরিচালনামূলক দক্ষতা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন বাতিল ও চলাচলের ফ্রিকোয়েন্সি হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শীতকালীন মাসগুলিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ফলে প্রায়ই দৃশ্যমানতা কমে যায়, ট্রেন পরিচালনে সমস্যার সৃষ্টি হয়, যার ফলে গতিবেগে সীমাবদ্ধতা প্রয়োগ ও সম্ভাব্য সুরক্ষামূলক ঝুঁকির জন্য ট্রেনের বিলম্ব ঘটে।
ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল
ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল
advertisement

এই সমস্ত সমস্যা কম করতে এবং সুরক্ষার মানদণ্ড বজায় রাখতে রেলওয়ে নীচের বর্ণনা অনুযায়ী নিম্নলিখিত ট্রেনগুলি নিয়ন্ত্রণ করা হবে:

আরও পড়ুন– ‘আরাধনা’-এর শ্যুটিংয়ের সময় গর্ভবতী, রাজেশ খান্নার সঙ্গে দুটো ‘সমস্যা’ হয়েছিল, গোপন কথা ফাঁস করলেন শর্মিলা ঠাকুর

ট্রেন পরিষেবা বাতিল:​

১। প্রত্যেক সোমবার ও শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৩ (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস বাতিল থাকবে।

advertisement

২।​ প্রত্যেক বুধবার ও রবিবার, ০২ মার্চ, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস বাতিল থাকবে।

৩।​ প্রত্যেক সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২০ (কামাখ্যা-গয়া) এক্সপ্রেস বাতিল থাকবে।

৪।​ প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬১৯ (গয়া-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।

৫।​ প্রত্যেক বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস বাতিল থাকবে।৬।​প্রত্যেক শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২২ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।

advertisement

আরও পড়ুন- কুম্ভমেলায় ডিউটি শুনেই পিএসি-তে বিদ্রোহ, সরকারি সম্পত্তিতে আগুন, ভাঙচুর, পরিস্থিতি সামলাতে নেমেছিল সেনা !

ট্রেন পরিষেবার ফ্রিকোয়েন্সি হ্রাস:

১। প্রত্যেক রবিবার ও বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেস বাতিল থাকবে।

advertisement

২। প্রত্যেক বুধবার ও শনিবার, ০৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৪৮৩ (আলিপুরদুয়ার-দিল্লি) সিকিম মহানন্দা এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক শুক্রবার ও সোমবার, ১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার) সিকিম মহানন্দা এক্সপ্রেস বাতিল থাকবে।

৩। প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫২৪ (নিউ দিল্লি-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস বাতিল থাকবে।

advertisement

৪। প্রত্যেক শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৯ (ডিব্রুগড়-লালগড় জং.) অবধ অসম এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯১০ (লালগড় জং.-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস বাতিল থাকবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Train Cancellation: ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল, একবার তালিকায় চোখ বুলিয়ে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল