TRENDING:

Rabindra Sarobar Lake: আট দিন আগের মর্মান্তিক দুর্ঘটনা, পূষণ-সৌরদীপের উদ্দেশ্যে রবীন্দ্র সরোবর লেকে মৌনী মিছিল

Last Updated:

Rabindra Sarobar Lake: তবে নজরদারি স্পিডবোট হিসেবে কী ব্যবহার করা হবে তা নিয়ে এখনও জট কাটেনি। পরিবেশ প্রেমীদের মতে এই সরোবরের পরিবেশ ও জল দূষণ রুখতে জাতীয় পরিবেশ আদালতের গাইড লাইন রয়েছে। ডিজেল চালিত স্পিডবোট ব্যবহার হলে জলে দূষণ ছড়াতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির পরই রবীন্দ্র সরোবর লেকে শুরু হোক রোয়িং, এমনই চাইছেন প্রাতঃভ্রমণকারীরা। রবিবার সকালে সরোবরে একটি মৌনী মিছিলের আয়োজন করা হয়েছিল। আট দিন আগে গত শনিবার বিকেলে সরোবরে রোয়িং করার সময় দুর্ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে সরোবরের জলে উল্টে যায় রোয়িং বোট। যার জেরেই দুই স্কুল পড়ুয়া  পূষণ সাধুখাঁ ও সৌরদীপ চট্টোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যু হয়। নিহত দুই বালকের আত্মার শান্তি কামনায় মৌনী মিছিল করেন প্রাত:ভ্রমণকারীদের একাংশ। মিছিলের পর নীরবতা পালনও হয়।
advertisement

এই দুর্ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। দায় কার? কেন নজরদারি বোট ছিল না? এহেন যাবতীয় বিতর্কের মাঝে কীভাবে নিরাপত্তা বজায় রেখে ফের রোয়িং শুরু করা যায়, তা নিয়ে কলকাতা পুলিশ, কেএমডিএ ও লেকের ক্লাবগুলোর মধ্যে আলোচনা হয়েছে। এসওপি তৈরির পরই ফের লেকে শুরু হবে রোয়িং। কলকাতা পুলিশের তরফে এমনটা জানিয়েও দেওয়া হয়েছে।

advertisement

একই দাবি লেকে হাঁটতে আসা সাধারণ নাগরিকদের। তাঁদের বক্তব্য আর এমন কোনও দুর্ঘটনা যেন না ঘটে। ক্লাবগুলো যাতে সব রকম সুরক্ষাবিধি মেনেই রোয়িং শুরু করুক। নজরদারি স্পিডবোট থেকে শুরু করে প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থা গ্রহণ করুক ক্লাবগুলো দাবি এমনই।

আরও পড়ুন- ভাইরাল ভিডিও: দুর্ঘটনায় বাদ গেছে পা, অদম্য জেদে এক পায়ে লাফিয়েই স্কুল পাড়ি সীমার

advertisement

তবে নজরদারি স্পিডবোট হিসেবে কী ব্যবহার করা হবে তা নিয়ে এখনও জট কাটেনি। পরিবেশ প্রেমীদের মতে এই সরোবরের পরিবেশ ও জল দূষণ রুখতে জাতীয় পরিবেশ আদালতের গাইড লাইন রয়েছে। ডিজেল চালিত স্পিডবোট ব্যবহার হলে জলে দূষণ ছড়াতে পারে। তাই পরিবেশ বান্ধব স্পিডবোট ব্যবহারের পক্ষেই মত দিচ্ছেন পরিবেশবিদরা। তবে তাঁরাও চাইছেন সুরক্ষাবলয়ের মধ্যেই শুরু হোক রোয়িং।

advertisement

আরও পড়ুন- এবার সাভারকারের বায়োপিক! স্বতন্ত্র বীর সাভারকারের ভূমিকায় রণদীপ হুডা!

পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ বলেন, "ডাল লেক এবং হুসেনসাগর লেক দুটির জল নদীর সঙ্গে সংযুক্ত যেখানে রবীন্দ্রসরোবর কোন সোর্সের সঙ্গেই যুক্ত নয়। ডাল লেকের জলকে পুস্ট করছে যেমন ঝিলম নদী, হুসেনসাগরকে পুস্ট করছে মুসী নদী। তাই সেখানে স্পিডবোটের বর্জ্য জ্বালানি তেল নদীর তাজা জলে ধুয়ে যায়। এবার এই কংক্রিট ঘেরা চৌবাচ্চার মত রবীন্দ্রসরোবরকে এই বর্জ্য তেলের ভয়ংকর দূষণের হাত থেকে বাঁচানোর কথাও মাথায় রাখতে হবে। তবে নিরাপত্তা গুরুত্ব দিয়ে দেখা উচিত ক্লাবগুলোর।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 Amit Sarkar

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rabindra Sarobar Lake: আট দিন আগের মর্মান্তিক দুর্ঘটনা, পূষণ-সৌরদীপের উদ্দেশ্যে রবীন্দ্র সরোবর লেকে মৌনী মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল