গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি৷ যার জেরে এ দিন সকাল থেকেই কলকাতা এবং আশপাশের এলাকার ব্যস্ত রাস্তাগুলিতে জল জমে গিয়ে যানজটের সৃষ্টি হয়৷ প্রায় সারাদিন ধরেই কখনও ভারী, কখনও হাল্কা বৃষ্টি চলেছে৷ সন্ধের পরও বৃষ্টির পরিমাণ কমেনি৷ ফলে অফিস ছুটির সময়ে বৃষ্টির জেরে ফের শ্লথ হয়ে যায় যান চলাচলের গতি৷ তৈরি হয় যানজট৷
advertisement
কলকাতার ক্যামাক স্ট্রিট – এ জে সি বোস রোড সংযোগস্থল, এক্সাইড মোড়, পিটিএস মোড়, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ বিভিন্ন রাস্তায় তৈরি হয় যানজট৷ যানজট ছিল সেক্টর ফাইভের অফিস পাড়াতেও৷ সেক্টর ফাইভ থেকে ই এম বাইপাসের দিকে যাওয়ার পথেও তৈরি হয়েছে যানজট৷ যানজট রয়েছে চিনার পার্ক, ভিআইপি রোডের উপরে হলদিরাম, কৈখালি মোড়েও৷ ফলে বিমানবন্দরগামী যাত্রীরাও সমস্যার মুখে পড়েছেন৷
টানা বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরের ভিতরেও জল জমেছে৷ বিমান ওঠানামা স্বাভাবিক রাখতে পাম্পের সাহায্যে জমা জল বাইরে বের করা হচ্ছে৷