গুপ্তচরবৃতির অভিযোগ থাকলেও কূটনৈতিক নিয়ম-নীতির ফাঁসে পড়ে ধৃত পাক হাইকমিশনারকে ছেড়ে দিতে বাধ্য হল দিল্লি পুলিশ ৷ বৃহস্পতিবার সকালে পাক হাইকমিশনের উচ্চপদস্থ এক কর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চরবৃত্তির অভিযোগে ধৃত পাক দূতাবাসে কর্মরত মেহমুদ আখতারকে ‘ডিপ্লোম্যাটিক ইমিউনিটি’-র কারণে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ ৷ বিশদে পড়ুন...............
advertisement
২) হাইকমিশনের ভিসা বিভাগের আড়ালে চলছিল গুপ্তচরবৃত্তি, জানাল দিল্লি পুলিশ
পাক হাইকমিশনে আইএসআই গুপ্তচর। হাই কমিশনের ভিসা বিভাগে কাজের আড়ালে চরবৃত্তি চালাত ভিসা বিভাগের কর্মী মহম্মদ আখতার। গোপনে তৈরি করেছিল মডিউলও। বিশদে পড়ুন...............
৩) ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার সংঘর্ষবিরতি লঙ্ঘন, রাতভর মর্টার ও গুলিবর্ষণ পাক সেনার, আহত ৬ সাধারণ নাগরিক
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত পাকিস্তানের ৷ ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার কোনও প্ররোচনা ছাড়াই ফের সীমান্তে মর্টার ও গুলি চালাল পাক সেনা ৷ জম্মু-কাশ্মীরের আরএস পুরা ও আর্নিয়া সেক্টরে লাগাতার গুলি ও মর্টার বর্ষণে নতুন করে আহত হয়েছেন আরও ছয়জন সাধারণ নাগরিক ৷ বিশদে পড়ুন...............
৪) পঞ্জাবে লুকিয়ে রয়েছে ১২ জন খালসা জঙ্গি, জারি হাই অ্যালার্ট
পঞ্জাবে জঙ্গি-আতঙ্ক ৷ গোয়েন্দা সূত্রে খবর, পঞ্জাবে লুকিয়ে রয়েছে খালসা জঙ্গিরা ৷ পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ওই জঙ্গিরা বলে জানা গিয়েছে ৷ এরপর থেকেই পঞ্জাবে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ বিশদে পড়ুন...............
৫) স্থায়ী হোক বা অস্থায়ী, একই কাজের জন্য ভিন্ন বেতন চলবে না, রায় সুপ্রিম কোর্টের
কর্মীদের কাজের পারিশ্রমিক নিয়ে দৃষ্টান্তমূলক রায় দিল উচ্চ আদালত। স্থায়ী বা অস্থায়ী কর্মীদের পারিশ্রমিকের বিভেদ রাখা যাবে না বলে রায়ে জানাল দেশের সর্বোচ্চ আদালত। বিশদে পড়ুন...............
৬) চাকরির টোপ দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত ১
চাকরির টোপ দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, বুধবার রাতে তরুণীকে বেনিয়াপুকুরের একটি হোটেলে ডেকে পাঠান অভিযুক্ত ৷ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷ গতকাল রাতে তরুণী বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিশদে পড়ুন...............
৭) বেপরোয়া বাইকবাহিনীর হাতে নিগৃহীত পুলিশকর্মী, গ্রেফতার ২
বেপরোয়া বাইক বাহিনীর হাতে ফের আক্রান্ত পুলিশ ৷ এবার হেলমেটহীন বাইকচালকদের আটকাতে মার খেলেন কলকাতা পুলিশের এক কর্মী ৷ বিশদে পড়ুন...............
৮) ‘কায়ান্ত’ প্রভাবে দিনভর মহানগরে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
ঘূর্ণিঝড় ‘কায়ান্ত’ প্রভাবে রাতভর বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজল মহানগর ৷ কলকাতা ছাড়াও সমগ্র দক্ষিণবঙ্গেই রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর মহানগরে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ বিশদে পড়ুন...............
৯)সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল বিসিসিআই, হলফনামায় নেই সৌরভের সিএবির নাম !
সুপ্রিম চাপে আরও সুর নরম বোর্ডের। বিসিসিআইয়ের অনুদানে এখনই হাত নয়, বোর্ডকে একযোগে চিঠি ১২ রাজ্য সংস্থার। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে বোর্ডের প্রশাসনিক ম্যানেজার রত্নাকর শেঠি। হলফনামায় নাম নেই সৌরভের সিএবির। বিশদে পড়ুন...............
১০) জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি
দু’ঘণ্টার তফাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি ৷ কম্পন অনুভূত হয় রাজধানী রোমেও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন রোম থেকে ৬৫ কিমি দূরে অবস্থিত ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল ৷ বিশদে পড়ুন...............