TRENDING:

এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১. সাম্বা সেক্টরে পাকড়াও পাকিস্তানি চর
advertisement

শনিবার জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টর থেকে পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করল নিরাপত্তারক্ষীরা ৷ ধৃত পাক চরের নাম বোধ রাজ ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার ২টি পাক সিমকার্ড, সেনা মোতায়েনের একটি মানচিত্র বাজেয়াপ্ত করেছে সেনা ৷

২. জম্মু সীমান্তে হামলা, ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত

ফের সীমান্তে ভারত-পাক সংঘর্ষে ৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের কাথুয়া সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ কাথুয়া সীমান্তে কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷ পাল্টা জবাব দেয় বিএসএফ ৷ গুলি বিনিময়ে জখম হয়েছেন ১ বিএসএফ জওয়ান ৷ নিহত হয়েছে ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত ৷

advertisement

৩. ২৫ হাজার টাকার বিনিময়ে ৪ দিনের শিশুপুত্রকে বিক্রি করলেন মা

মাত্র ৪ দিনের কোলের শিশুকে ২৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন মা ৷ বাগনানের শ্যামপুরের ভগবতীপুরের ঘটনা ৷ পুতুল প্রমাণিক অরফে কল্পনার বিরুদ্ধে সন্তান বিক্রি করার অভিযোগ উঠেছে ৷ একটি ডাক্তার দম্পতিকে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয় ৷ থানায় খবর দেন প্রতিবেশীরা ৷ এরপর তদন্তে নেমে ওই ডাক্তার দম্পতির বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে পুলিশ ৷ হাওড়ার বীর শিবপুরে বাপ্পাদিত্য মাইতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ ৷

advertisement

৪. নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে বিতর্ক, বাথরুমেও সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে বিতর্ক  ৷  আলিপুরদুয়ারের স্টিফেন স্কুল ১৯তম সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ স্কুলের সর্বত্র সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে ৷ বাথরুমেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে বলে অভিযোগ জানিয়েছে ছাত্রীরা ৷

৫. আপ হাওড়া-মুম্বই মেলে চুরি, খোয়া গিয়েছে ১২টি স্যুটকেস ও ব্যাগ

advertisement

আপ হাওড়া-মুম্বই মেলের এসি টু টিয়ারে চুরি ৷ যাত্রীরা ঘুমিয়ে থাকার সময় লুঠ চালায় দুষ্কৃতীরা ৷ চুরি করে ১২টি স্যুটকেস ও ব্যাগ ৷ চলন্ত ট্রেনেই খোয়া গিয়েছে ৮ জন যাত্রীর লাগেজ ৷ ১২৮১০ হাওড়া-মুম্বই মেলের ঘটনা ৷

৬. অভিষেকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মমতা

অভিষেকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার অভিষেকের শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রায় ৬ ঘণ্টা হাসপাতাল ছিলেন মুখামন্ত্রী ৷ শনিবার অভিষেকের স্বাস্থ্য নিয়ে মেডিক্যাল বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ অরবিটাল ফ্লোরের সার্জারি হবে কিনা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড ৷

advertisement

৭. কার্ড জালিয়াতিতে দায় ব্যাঙ্কের, গ্রাহকদের ক্ষতিপূরণের নির্দেশ আরবিআইয়ের

ডেবিট কার্ড জালিয়াতিতে দিনভর বিভ্রান্তির পর শেষবেলায় এল সুখবর। অবৈধ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের। তার আগে বিভিন্ন ঘটনায় চরম বিভ্রান্তিতে জেরবার হয় ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে শুক্রবার তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকও।

৮. বাজারে এল রিল্যায়েন্সের Lyf F1 স্মার্টফোন

শুক্রবার বহু প্রতিক্ষীত Lyf F1 স্মার্টফোন বাজারে লঞ্চ করল রিল্যায়েন্স রিটেল ৷ মাত্র ১৩,৩৯৯ টাকার অত্যাধুনিক এই স্মার্টফোনটি এবার থেকে রিল্যায়েন্সের যো কোনও ডিজিটাল স্টোরে পাওয়া যাবে ৷ হ্যান্ডসেটটির সঙ্গে ৩,০০০ টাকার মূল্যে ব্লুটুথ বিনামূল্যে দেওয়া হচ্ছে সংস্থার তরফে ৷ এর পাশাপাশি সিটিব্যাঙ্ক কার্ডহোল্ডারদের জন্য রয়েছে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক অফার ৷ এছাড়াও গ্রাহকরা পাবেন ১৫ হাজার টাকার রিল্যায়েন্স রিটেল গিফ্ট ভাউচার ৷

৯. জিও-কে ইন্টার কানেকশন না দেওয়ায় ৩,০৫০ কোটি টাকার জরিমানা

রিল্যায়েন্স জিওকে ইন্টারকানেক্টিভিটি না দেওয়ার অভিযোগে ভারতী এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়ার উপরে ৩,০৫০ কোটি টাকার জরিমানা চাপানোর সুপারিশ করল ট্রাই ৷ ট্রাইয়ের তরফে জানানো হয়েছে লাইসেন্সের শর্তাবলী মানছে না এই তিনটি সংস্থা ৷ অন্যান্য টেলিকম কোম্পানিগুলি জিও-র সঙ্গে সহযোগিতা করছে না। ইন্টার কানেকশন দিচ্ছে না তারা। এর জেরে ট্রাইয়ের দেওয়া লাইসেন্সের শর্তভঙ্গ হচ্ছে যা অ্যান্টি কনসিউমার বলে মনে করা হচ্ছে ৷

১০. বাবা ও ছেলেকে ধারালো অস্ত্রের কোপ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাবা ও ছেলেকে ধারালো অস্ত্রের কোপ ৷ ছাগল চুরির অভিযোগে হামলা চালায় প্রতিবেশীরা ৷ মালদহের চাঁচলের রায় পাড়ার ঘটনা ৷ দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক ৷ ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যালে ৷ অভিযুক্তরা পলাতক, তদন্তে পুলিশ  ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল