TRENDING:

NMC বিলের প্রতিবাদ দেশজুড়ে, আগামিকাল বন্ধ রাজ্যের সব হাসপাতালের আউটডোর

Last Updated:

আগামিকাল অর্থাত্‍‌ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সব ওপিডি বন্ধ থাকবে বলে জানিয়েছে আইএমএ৷ তবে জরুরি বিভাগ চালু থাকবে বলেও জানানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল ২০১৯-এর বিরুদ্ধে এ বার প্রতিবাদে গোটা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন৷ আগামিকাল অর্থাত্‍‌ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সব ওপিডি বন্ধ থাকবে বলে জানিয়েছে আইএমএ৷ তবে জরুরি বিভাগ চালু থাকবে বলেও জানানো হয়েছে৷
advertisement

লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গিয়েছে NMC বিল৷ আইএমএ-র বক্তব্য, এই বিলের জেরে ডাক্তারদের আর কোনও কিছুর অধিকারই থাকবে না৷ দেশে ডাক্তারি শিক্ষা এবং পরিষেবার মান নিয়ন্ত্রণ এতদিন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া করত। এই বিল এমসিআইকে ইতিহাসে পরিণত করতে চলেছে। জাতীয় মেডিক্যাল কমিশন বিলে, মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে মেডিক্যাল শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে নিয়ামক সংস্থা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া তুলে দেওয়া হবে। তার জায়গায় গঠিত হয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বিল আইনে পরিণত হলে, কেন্দ্রীয় সরকারের যে কোনও পরামর্শ নিতে বাধ্য থাকবে এই জাতীয় মেডিক্যাল কমিশন। মোদী সরকারের বক্তব্য, চিকিৎসায় দুর্নীতি মুক্ত করতেই এই বিল৷ যদিও বিরোধীদের দাবি, চিকিত্‍‌সা ক্ষেত্রের রাশ নিজেদের হাতে রাখতেই এই বিল এনেছে মোদি সরকার। এমসিআই ছিল মূলত চিকিৎসকদের নিয়ে গঠিত, তাই স্বজনপোষণের অভিযোগ। নতুন কমিশনে যথেষ্ট সংখ্যায় অচিকিৎসক সদস্য অন্তর্ভুক্ত করে এবং তাঁদের হাতে ক্ষমতা তুলে দিয়ে নিশ্চিত করা হয়েছে বলে দাবি আইএমএ-র৷ এই বিলে চিকিৎসকদের স্বার্থ দেখা হবে না, রোগীর স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
NMC বিলের প্রতিবাদ দেশজুড়ে, আগামিকাল বন্ধ রাজ্যের সব হাসপাতালের আউটডোর