TRENDING:

নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে অন্তর্ঘাতের আশঙ্কা, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

Last Updated:

নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে অন্তর্ঘাতের আশঙ্কা, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাধ্যমিক পরীক্ষার সময় রাজ্যে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে অন্তর্ঘাতের আশঙ্কা ছড়ালো রাজ্য প্রশাসনে। বিপর্যয়ের খবর পেয়েই বিদ্যুৎ দফতরের কাছে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের থেকে রিপোর্ট নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরীক্ষার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন তা দেখার অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

অফিসটাইম। আচমকা লিফট বন্ধ নবান্নে। নিরাপত্তায় তৈরি হয় বড় ফাঁক। বন্ধ হয়ে পড়ে রাজ্যের প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারের ইলেকট্রিক্যাল স্ক্যানার। সকাল ৯টা ৪৮ থেকে ৯টা ৫২ পর্যন্ত, চার মিনিট বন্ধ থাকে নবান্নের বিদ্যুৎ সংযোগ।

বিদ্যুৎ ফিরলেও, সিইএসসি-র বজবজ, টিটাগড় ও সার্দানের মতো ইউনিট বিকল হওয়ার খবর ততক্ষণে ছড়িয়ে পড়ে। কিন্তু, তিন ইউনিট একসঙ্গে বিকল? কোনও অন্তর্ঘাত নেই তো? আশঙ্কা ছড়িয়ে পড়ে রাজ্য প্রশাসনে। পরিস্থিতি আঁচ করে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। জিজ্ঞাসা করেন,

advertisement

রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে। সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই সময় কেন এমন বিপর্যয়? সিইএসসি-র সঙ্গে কথা বলুন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই, প্রথমে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী। আধিকারিকদের থেকে রিপোর্ট নিয়ে নবান্নে যান শোভনদেব চট্টোপাধ্যায়। নবান্নে আগে থেকেই বিদ্যুৎ দফতরের একটি বৈঠক নির্ধারিত ছিল। বৃহস্পতিবার সেই বৈঠকের মূল বিষয়বস্তুই হয়ে ওঠে সিইএসসি-র বিদ্যুৎ বিপর্যয়। নরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশ

- এমন সঙ্কটের সময় সিইএসসি-র সঙ্গে পুরোপুরি সাহায্য করবে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা

- সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে

- রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যেন কোনও অসুবিধা না হয়

বৃহস্পতিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এমন বিদ্যুৎ বিপর্যয়ে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি খতিয়ে দেখতে পরীক্ষাকেন্দ্রে যান খোদ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিস্থিতি সামাল দেওয়া গেছে। কিন্তু, বিপর্যয়ের পিছনে সত্যিই কি অন্তর্ঘাত রয়েছে? তার জন্য আলাদা করে তদন্ত শুরু করেছে সিইএসসি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে অন্তর্ঘাতের আশঙ্কা, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল