১)আজ মহাসপ্তমী, পুজো-ম্যাচ বাঁচাতে লড়াই বৃষ্টির সঙ্গেই
মহিষাসুরকে দেবী বধ করেছিলেন ঠিকই। কিন্তু ‘ঘূর্ণাসুর’কে শায়েস্তা করবে কে? যা ইঙ্গিত, এ বছরের পুজোয় বাদ সাধতে রীতিমতো আটঘাট বেঁধেই নেমেছে সে। ‘ঘূর্ণাসুর’, অর্থাৎ বঙ্গোপসাগর এবং লাগোয়া ওড়িশা-বাংলার উপরে হাজির হওয়া একটি বেয়াড়া ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবারই উপগ্রহ চিত্রে তার দেখা পেয়েছিলেন আবহবিদেরা। শুক্রবার, বোধনের দিনে মালুম হয়েছে এই অসুরের দাপট। সেই দাপটে সকালে মণ্ডপ ভিজেছে বৃষ্টিতে, সন্ধেয় জনতা ভিজেছে ঘামে। কোথায় গেল সুনীল আকাশ? এ তো মেঘলা দিন, দফায় দফায় বৃষ্টি আর গুমোট গরম! বিশদে পড়ুন..........................
advertisement
২) বাড়ি ফিরে কুণাল বললেন, ভাবতে পারছি না
সিঁড়ি বেয়ে উঠে নিজের ফ্ল্যাটে ঢুকতেই চোখ চলে গেল সামনের দেওয়ালে টাঙানো সোনালি ফ্রেমটার দিকে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে প্রথম বার যে দিন প্রণব মুখোপাধ্যায় কলকাতায় এসেছিলেন, ছবিটা সে দিনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়ে বিমানবন্দরে তিনিও তখন গিয়েছিলেন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে। অপলকে সে দিকে তাকিয়েই দীর্ঘ একটা শ্বাস ফেলে বেরিয়ে এল কথাটা— ‘‘মেলানো যায়? ওই কুণাল ঘোষের সঙ্গে আমাকে! কত বদল!’’ বিশদে পড়ুন..........................
৩) কাশ্মীর ভারতের নয়, প্রস্তাব পাকিস্তানি পার্লামেন্টে
সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই কাশ্মীর নিয়ে প্রস্তাব পাশ করল পাকিস্তানের পার্লামেন্ট। সেখানে বলা হয়েছে, কাশ্মীর কোনও ভাবেই ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়।
ভারতের তরফ থেকে ইসলামাবাদে সার্ক বৈঠক বয়কটের সিদ্ধান্ত ও সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাক পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে উদ্যোগী হন নওয়াজ শরিফ। সেখানে কাশ্মীর প্রশ্নে সব রাজনৈতিক দল এককাট্টা হলেও কূটনীতির ব্যর্থতার অভিযোগে শরিফকে কাঠগড়ায় তোলে প্রধান বিরোধী দল পিপিপি। বিরোধীদের অভিযোগ, শুধু ভারত নয়, সার্কের চারটি দেশ পাকিস্তানে ডাকা সার্কের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে। এবং এটা আগাম বুঝতেও ব্যর্থ হয়েছে পাক সরকার। কাশ্মীর নিয়ে পাকিস্তানের বক্তব্যে সাড়া দিতেও অনীহা দেখা গিয়েছে শক্তিধর দেশগুলির মধ্যেও। ফলে দুনিয়ার সামনে একঘরে হয়ে গিয়েছে পাকিস্তান। বিশদে পড়ুন..........................
৪) অনুরাগদের মুকুট অক্ষত থাকছে আরও দশ দিন
এক মহাষষ্ঠীতে বিদায়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সচিন তেন্ডুলকর। ধরে নেওয়া হচ্ছিল, ভারতীয় বোর্ডের দীর্ঘদিন ধরে চলে আসা কাঠামোরও অবসর ঘোষিত হবে আরও এক মহাষষ্ঠীতে। নির্দেশ না মেনে চলার অপরাধে সুপ্রিম কোর্ট বিদায়ী ঘণ্টা বাজিয়ে দেবে শীর্ষ ক্রিকেট কর্তাদের। বোর্ড কর্তারাও আদালতের রায় শুক্রবার আসছেই জেনে এত নিশ্চিত ছিলেন যে তাঁরা নিজেদের অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলেন। সুপ্রিম কোর্টের রায় বার হত কী, পরবর্তী দু’ঘণ্টার মধ্যে তার প্রতিক্রিয়া জেনে যেত বাকি বিশ্ব। কিন্তু আদালত এ দিন যথেষ্ট সময় না পাওয়ায় কিছু অন্তর্বর্তিকালীন নির্দেশ জারি করে একে পিছিয়ে দিল ১৭ অক্টোবর পর্যন্ত। মধ্যবর্তী সময়ে সর্বোচ্চ আদালতে দশেরার ছুটি।
১) দফায় দফায় বৃষ্টি সত্ত্বেও উৎসবের, মেজাজ তুঙ্গে
রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তাতে কী? ছাতা আছে তো! তাই থোড়াই কেয়ার করে ষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা। নাক উঁচু শহুরে শরীরে লেগে গেল গ্রাম্য ঘাম। উৎসবের জয়ডঙ্কা বাজিয়ে নগরে ঢুকল মফস্সল। শুক্রবার ‘অফিশিয়ালি’ শুরু হয়ে গেল পুজো। আর খাতায়-কলমে পুজো শুরু হওয়ার ফলে যেন অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি তৎপর ছিল কলকাতা পুলিশ। শহরের একটা বড় অংশেই গত কয়েকদিনের দুঃসহ যানজট অন্তত বিকাল পর্যন্ত সহ্য করতে হয়নি নাগরিকদের। লেজেগোবরে অবস্থা কাটিয়ে ষষ্ঠীতে স্বমহিমায় ফিরেছে পুবের স্কটল্যান্ড ইয়ার্ড। ফলে ভিড় বাড়লেও ত্রাহি ত্রাহি রব ওঠেনি। সম্ভবত, গত বছর এবং বিগত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশপ্রিয় পার্কের ধারপাশ মাড়াননি অনেকেই। তাই ভিড়ের দাপট সন্ধ্যা পর্যন্ত বেশি দেখা গিয়েছে উত্তরের হিট পুজোগুলিতে। বিশদে পড়ুন.............
২) ২০১৮ সালের মধ্যে পাক সীমান্ত সিল হবে: রাজনাথ
পাকিস্তানের সীমান্ত দেড় বছরের মধ্যে সম্পূর্ণ সিল করে দেওয়া হবে। আজ রাজস্থানের জয়সলমির ও বারমেঢ় সীমান্ত পরিদর্শন করে পাকিস্তানের সম্ভাব্য হামলার প্রতিরোধে ভারতের ওয়েস্টার্ন কমান্ডের প্রস্তুতি সরজমিন দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ঘোষণা করেছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ পাকিস্তান সীমান্ত সিল করে দিতে। পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে রাজস্থানের থর মরুভূমির সীমান্তই কমপক্ষে ১ হাজার কিলোমিটার। আর যা সম্পূর্ণ অসুরক্ষিতই বলা যায়। কারণ বিএসএফ প্রহরা আছে বটে, কিন্তু মরুভূমিতে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি পুরোপুরি। শুধু যে ফেন্সিং সম্পন্ন করে এই সীমান্ত সিল করা হবে তাই নয়, সীমান্ত এলাকায় একটি ‘কোঅর্ডিনেটেড সিকিউরিটি টেকনিক্যাল গ্রিড’ স্থাপন করা হবে। বিশদে পড়ুন.............
৩) সরকারি শারদ সম্মানে সেরার সেরা ১৫ পুজো
পরিবর্তনের জমানায় খোদ সরকারি উদ্যোগে বারোয়ারি পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করতে প্রতিযোগিতা শুরু করা হয়েছিল। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইনিংসের প্রথম দুর্গাপুজো ছিল এবার। মহাষষ্ঠীর পুণ্যলগ্নে সেই বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত করা হল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সেরা পুজো কমিটিগুলিকে। এবার সেরার সেরা সম্মান পেল ১৫টি পুজো। এগুলি হল সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, অবসর, বোসপুকুর তালবাগান, সমাজসেবী, ৪১ পল্লি, বড়িশা ক্লাব, ৬৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, আহিরীটোলা সর্বজনীন, শ্রীভূমি, হিন্দুস্থান পার্ক, মুদিয়ালি, কাশী বোস লেন সর্বজনীন, সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ পল্লিমঙ্গল। সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে – নাকতলা উদয়ন, দমদম পার্ক তরুণ দল এবং এ কে ব্লক, সল্টলেক। এছাড়া ত্রিধারা, ৯৫ পল্লি, বেহালা নতুন দল পেয়েছে সেরা প্রতিমার সম্মান। বিশদে পড়ুন.............
৪) বিহারে মদে নিষেধাজ্ঞা খারিজ করে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
রাজ্যে মদ নিষিদ্ধ করতে বিহার সরকারের নয়া আবগারি নীতি পাটনা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। শুক্রবার হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। রাজ্যে সব ধরনের মদ বিক্রি ও মদ্যপানের বিরুদ্ধে আইন তৈরি করেছিল বিহারের নীতীশ কুমার সরকার। যদিও পাটনা হাইকোর্ট ওই আইনকে অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দিয়ে তা খারিজ করে দিয়েছিল। মদ নিষিদ্ধ করতে সরকারের জারি বিজ্ঞপ্তিটিও খারিজ করে দিয়েছিল। ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ওই রায় দেওয়ার পর তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় নীতীশ সরকার। এদিন বিচারপতি ইউ ইউ ললিত ও দীপক মিশ্রকে নিয়ে গড়া সুপ্রিম কোর্ট এই ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠাল। এর মধ্যে কয়েকটি মদ প্রস্তুতকারী সংস্থাও রয়েছে। আট সপ্তাহ পর এই আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
