২ জুলাই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন (Assembly Session)। রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু হয়েছে অধিবেশন। এ বারে বিধানসভা অধিবেশন চলতে পারে চলতি সপ্তাহ জুড়ে। আজ ৭ জুলাই হবে বাজেট পেশ। পার্থ চট্টোপাধ্যায় বাজেট পেশ করলেও, গোটা বিষয়টি বাড়িতে বসেই পর্যবেক্ষণ করছেন অমিত মিত্র। গোটা আর্থিক বছরের বাজেট পেশ হবে এই অধিবেশনে। এই বাজেট আসলে হিসেব মেলানোর বাজেট। একুশের ইস্তেহারে যা যা ঘোষণা করেছিল তৃণমূল তার কতটা বাজেটে প্রতিফলন ঘটেছে সেই হিসেব কষা হবে। তার মধ্যে রয়েছে দুয়ারে রেশন, মহিলাদের খাতে খরচ, ছাত্রদের ক্রেডিট কার্ড প্রভৃতি। তা ছাড়া পুরসভা ভোটও বকেয়া রয়েছে।
advertisement
কোভিড (COVID 19) থিতু হলেই সেই ভোট হতে পারে। অনেকের মতে, শহরের জন্য বিশেষ কী ঘোষণা হতে চলেছে সে দিকেও নজর থাকবে। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী বাজেট পেশ করেছিলেন। তাতে ছিল নির্বাচনী চমক। এ বার বাজেট পেশ করবেন রাজ্যের শিল্প মন্ত্রী। তবে অমিত মিত্র বাজেট পেশ না করার সঙ্গে সঙ্গে যে প্রশ্ন উঠতে শুরু করেছে তাতে আগামী ৬ মাসের মধ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করলে রাজ্যে কে হবেন অর্থ মন্ত্রী? গত ২ জুলাই শুরু হয়েছে অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে অধিবেশন। এ বারের বিধানসভা সকলের নজরে৷ কারণ বাম-কংগ্রেস ছাড়াই হচ্ছে অধিবেশন। জোটের বিধায়ক হিসাবে রয়েছেন একমাত্র আইএসএফের নওসাদ। বিরোধী দলনেতা হিসেবে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে।
ABIR GHOSHAL