ভারতের মানচিত্রের মাথা থেকে পা, আগেই চষে ফেলেছেন। সাইকেলে। বাঘাযতীনের সম্রাট মৌলিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছিল নিউজ এইটিন বাংলা।মজ্জায় অ্যাডভেঞ্চার। বেশিদিন থেমে থাকেন কী করে? পুজোর আগেই ফের বেরিয়ে পড়ছেন।
বাংলাদেশের ২৪জেলা পেরিয়ে ভারতের পাঁচ রাজ্য। আরও পদ্মা-মেঘনার অববাহিকা ধরে এগোবে সম্রাটের সাইকেল। আগেও গিয়েছেন। জল সংরক্ষণের বার্তা নিয়ে। এবার দেখতে চান বর্ষার মরশুমে নদীমাতৃক বাংলার রূপ। শেষ করতে চান তাঁর বইয়ের কাজ।
advertisement
আর সম্রাটের অভিযানে নয়া মাত্রা যোগ করছে DIABETES AWARENESS AND YOU. EXPIDITION এর শুরু থেকে শেষ, পুরোটাই এক সুতোয় বাঁধা।সম্রাট নিঃসঙ্গ নন। অভিযানও মৌলিক। সঙ্গী সাইকেল। সাইকেলেই ছাড়িয়ে যেতে চান সীমানা। দিতে চান ফিট থাকার আর্জি। ভাল থাকার বার্তা। শুভ হোক সম্রাটের যাত্রা।
আরও দেখুন
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2019 10:24 PM IST