রাজ্যের মুর্শিদাবাদ,জলপাইগুড়ির নাগরাকাটা,উত্তর ২৪ পরগনা,মালদা, বীরভূম, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টেই এমন তথ্য উঠে এসেছে।
আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন,বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতেও বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। পুজোর আগেই প্রয়োজনীয় সব পদক্ষেপ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ ড্রাইভ করতে হবে বলে বার্তা দেওয়া হয় এই বৈঠকে। প্রয়োজনে পায়ে হেঁটে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
advertisement
বৈঠকে মুখ্যসচিব জানান, যে অঞ্চল গুলিতে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে সেই অঞ্চল গুলিকে চিহ্নিত করতে হবে। তাহলেই ডেঙ্গি মোকাবিলা আরও সহজ হবে।এই দিনের বৈঠকে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরেরর আধিকারিকদের এমনই নির্দেশ দেন মুখ্যসচিব।
এ দিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন জেলার জেলাশাসক ও কয়েকটি দফতরের সচিবদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।