TRENDING:

টেটে পাশ করলেও নিশ্চিত নয় শিক্ষকপদে নিয়োগ, আবার ‘ডাক না পেয়েও’ পেতে পারেন চাকরি

Last Updated:

টেটে পাশ করলেও নিশ্চিত নয় শিক্ষকপদে নিয়োগ, আবার ‘ডাক না পেয়েও’ পেতে পারেন চাকরি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বহু প্রতীক্ষার পর আইনি জট পেরিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ৷ নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে টেট উত্তীর্ণদের চাকরিপ্রার্থীদের জন্য এটি সুখবর হলেও এর সঙ্গেই রয়েছে আশঙ্কা ৷ টেট উত্তীর্ণ হলেও চাকরি পাওয়া নিশ্চিত নয় বলেই জানাচ্ছে কমিশন ৷
advertisement

এখনি নিয়োগ শুরু না হলেও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কমিশন ৷ তিনটি বিভাগে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করেছে কমিশন ৷ মূলত তথ্য যাচাই এর জন্য ডাকা হয়েছে,তথ্য যাচাই এর জন্য ডাকা হয়নি এবং প্রার্থীরা বাতিল- এই তিনভাগে ফলপ্রকাশ করেছে কমিশন ৷

1:1.4 অনুপাতে ডাকা হচ্ছে উত্তীর্ণ প্রার্থীদের ৷ অর্থাৎ ১০টি শূন্যপদের জন্য ১৪জন পরীক্ষার্থীকে ডাকা হবে ৷ তথ্য যাচাইয়ের জন্য ডাকা সব পরীক্ষার্থীদের ইন্টারভিউ সম্পূর্ণ হওয়ার পরও যদি শূন্যপদ থাকে তাহলে ‘তথ্য যাচাই এর জন্য ডাকা হয়নি’ বিভাগ থেকে পরীক্ষার্থীদের ডেকে পাঠানো হবে ৷

advertisement

এখানেই যোগ্যতামান সংক্রান্ত মাপকাঠিতে বাতিল হয়ে যেতে পারেন অনেক পরীক্ষার্থী ৷ কমিশন সূত্রে খবর, শিক্ষক পদে নিয়োগের জন্য থাকতে হবে নূন্যতম ৫০ শতাংশ নম্বর ৷ টেট পরীক্ষায় পাশ করলেও অনেকেরই নূন্যতম নম্বর না থাকায় নথি যাচাই পর্বে বাতিল করে দেওয়া হচ্ছে আবেদনপত্র ৷

এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক পদে যোগদানের প্রাথমিক যোগ্যতামানই হল বিএড বা তার সমতুল্য কোনও ডিগ্রি ৷ অনেক টেট উত্তীর্ণ পরীক্ষার্থী চাকরি পেতে অবৈধ উপায় অবলম্বন করছেন ৷ প্রশিক্ষণের জাল সার্টিফিকেট বানিয়ে তা নিয়ে হাজির হচ্ছেন কমিশনের কাছে ৷ কিন্তু যোগ্য প্রার্থীদের বেছে নিতে সাবধানী কমিশন সমস্ত নথি খুঁটিয়ে যাচাই করছেন ৷ তাতেই ধরা পড়ছে জালিয়াতি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এসব কারণে প্রথম পর্যায়ে নাম চুড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে অনেকে বাতিল হয়ে যাওয়ার ফলে ‘তথ্য যাচাই এর জন্য ডাকা হয়নি’ বিভাগ থেকেও পরীক্ষার্থীদের ডাক পাওয়ার আশা থাকছে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
টেটে পাশ করলেও নিশ্চিত নয় শিক্ষকপদে নিয়োগ, আবার ‘ডাক না পেয়েও’ পেতে পারেন চাকরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল