পরিকাঠামোগত বহু ক্রটি ছাড়াও নিয়োগের ক্ষেত্রে প্রত্যাশামতো ফল না পেয়েই এই সিদ্ধান্ত ৷ তাহলে কিভাবে হবে রাজ্যে সরকারি কর্মী নিয়োগ ৷ এবার থেকে রাজ্য সরকারি কর্মী নিয়োগ করবে শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশনই। উঠে যাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। এর বদলে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনকে মিলিয়ে দেওয়া হচ্ছে ৷ এর আগে এই সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
২০১২ সালে সরকারি কর্মী নিয়োগের জন্য গঠন করা হয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। কিন্তু কয়েক বছরে সেভাবে কোনও নিয়োগ করতে পারেনি এই কমিশন। উল্টে প্রশ্নফাঁস, পরীক্ষার খাতা চুরি, মোবাইলে নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের ছবি চালাচালির মতো একাধিক অভিযোগ উঠেছে ৷
মনে করা হচ্ছে সেকারণেই আর দুটি কমিশন না রেখে একটি কমিশনের মাধ্যমেই কর্মী নিয়োগ করবে সরকার। এবার থেকে ফের গ্রুপ-বি এবং সি বিভাগে কর্মী নিয়োগ করবে পিএসসি ৷ ইতিমধ্যেই রাজ্যে বহু দিন পর চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছে সরকার।