প্রসঙ্গত, ২ অক্টোবর নিয়ে দিল্লিতে তৃণমূলের কর্মসূচির অনুমতি আগেই নাকচ করেছিল দিল্লি পুলিশ। আগামী ২ অক্টোবর কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কর্মসূচি ছিল তৃণমূলের। রামলীলা ময়দানে থেকে দিনভর এই কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল। কিন্তু সেই কর্মসূচিরই অনুমতি মেলেনি। দিল্লি পুলিশের তরফে সেই ‘নিষেধ’ জানিয়ে দেওয়া হয়েছিল এ রাজ্যের শাসক দলকে।
advertisement
আরও পড়ুন: পদ্মার ইলিশ ভুলে যাবেন, সবচেয়ে সুস্বাদু ইলিশ কোথায় মেলে জানেন? জানলে চমকে উঠবেন
এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ”২ অক্টোবর আমাদের ধর্না ছিল দিল্লিতে, রামলীলা ময়দান আমরা চেয়েছিলাম। এখন দিল্লি পুলিশ সেটি নাকচ করে দিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমরা রামলীলা ময়দানটা চাইছি। ২ অক্টোবর সভা হবে। ২৩ অগাস্ট আমরা সেইগুলো জমা দিয়েছিলাম। দিল্লি পুলিশ আচমকা ২৮ অগাস্ট জানিয়ে দিয়েছে আগে থেকে বুকিং শুরু করা উচিত ছিল। আগে থেকে বুকিং হয়ে গিয়েছে। তাই আপনাদের দেওয়া যাবে না।”
আরও পড়ুন: বাংলার নির্দিষ্ট রাজ্য গান কী হবে? বিধানসভায় চূড়ান্ত আলোচনায় মুখ্যমন্ত্রী, থাকতে পারেন শুভেন্দুও
কুণাল ঘোষের আরও মন্তব্য ছিল, ”মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা, তাদের আটকানোর জন্য ধর্নার অনুমতি দিল্লি পুলিশ বাতিল করে দিল। এটা বিজেপি বাতিল করল। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এর প্রতিবাদে খুব শীঘ্রই কী কর্মসূচি তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জানাবেন।” যদিও ওই দিনই দিল্লিতে তিন জায়গায় অবস্থান কর্মসূচি করতে চেয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।