এছাড়া নেওয়া হল আর একটা কর্মসূচী। ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’। আগামী ১৬ মে থেকে ৩০ জুন অবধি চলবে এই কর্মসূচি।
‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’ এই প্রচারপত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে, বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এছাড়া ১৫ এপ্রিল মহিলা সংগঠন গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল মহিলা সংগঠন।
advertisement
২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পিছনে একটা বড় অংশ মহিলা ভোট। তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিরোধীরা, এমনটা অভিযোগ ছিল। কিন্তু মহিলা ভোট ধরে রাখতে পেরেছে শাসক দল।
বিধানসভা ভোটের আগে হাতে এক বছর সময়। মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল। আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের পাশেই আছি, এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল।