TRENDING:

TMC: মহিলারাই এবার ময়দানে! 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা-উন্নয়নের নিশানা', চমকে দিতে চলেছে তৃণমূল

Last Updated:

TMC: ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের মহিলা সংগঠনের নয়া কর্মসূচি। আগামী ১ এপ্রিল থেকে হবে ‘অঞ্চলে আঁচল’। রাজ্যের সব ব্লকে হবে সভা, পুর এলাকায় হবে ৫টা করে সভা। ১৫ মে অবধি চলবে এই কর্মসূচি।
মহিলাদের ময়দানে নামাচ্ছে তৃণমূল
মহিলাদের ময়দানে নামাচ্ছে তৃণমূল
advertisement

এছাড়া নেওয়া হল আর একটা কর্মসূচী। ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’। আগামী ১৬ মে থেকে ৩০ জুন অবধি চলবে এই কর্মসূচি।

‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’ এই প্রচারপত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে, বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এছাড়া ১৫ এপ্রিল মহিলা সংগঠন গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল মহিলা সংগঠন।

advertisement

আরও পড়ুন: এতটা ‘বিকৃত’ হয়ে গেল! পৃথিবীতে ফিরতেই কোন অঙ্গ সবচেয়ে বেশি ‘ক্ষতিগ্রস্ত’ হল সুনীতা উইলিয়ামসদের! ডাক্তাররাও অবাক

২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পিছনে একটা বড় অংশ মহিলা ভোট। তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিরোধীরা, এমনটা অভিযোগ ছিল। কিন্তু মহিলা ভোট ধরে রাখতে পেরেছে শাসক দল।

advertisement

বিধানসভা ভোটের আগে হাতে এক বছর সময়। মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল। আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের পাশেই আছি, এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: মহিলারাই এবার ময়দানে! 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা-উন্নয়নের নিশানা', চমকে দিতে চলেছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল