TRENDING:

Tmc Vs Bjp: তৃণমূলের পাল্টা বিজেপি, দিল্লিতে বড় প্ল্যান! রবি রাতেই দিল্লিতে বঙ্গ BJP সাংসদরা

Last Updated:

Tmc Vs Bjp: রবিবার থেকে দিল্লিজুড়ে শুরু হচ্ছে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি। ইতিমধ্যেই দিল্লিতে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের পাল্টা সোমবারই দিল্লিতে বিজেপির কর্মসূচি। বঙ্গ বিজেপির সাংসদরা কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন। ১০০ দিনের কাজে বেনিয়ম ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ওই ডেপুটেশন দেবেন তাঁরা। রবিবার রাতেই দিল্লিতে হাজির হবেন সাংসদরা। সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং অন্যান্যদের আজ বিকেলের বিমানে দিল্লি যাওয়ার কথা।
তৃণমূল বনাম বিজেপি এবার দিল্লিতে
তৃণমূল বনাম বিজেপি এবার দিল্লিতে
advertisement

রবিবার থেকে দিল্লিজুড়ে শুরু হচ্ছে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি। ইতিমধ্যেই দিল্লিতে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা৷ আগামিকাল ২ এবং ৩ অক্টোবর পশ্চিমবঙ্গের মনরেগা-সহ অন্যান্য প্রকল্পের বকেয়া আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা কর্মসূচি পালিত হতে চলেছে। যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কৃষি ভবনের সামনেও বকেয়া টাকা আদায়ের দাবিতে চলবে ধরনা। শনিবার থেকেই দিল্লিতে পৌঁছতে শুরু করে দিয়েছেন দলের নেতা, কর্মী থেকে মনরেগার শ্রমিকরা। তার জন্যও প্রস্তুতি পর্ব প্রায় সেরে ফেলেছেন তৃণমূল নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বিরাট চাপে অনুব্রত মণ্ডল! ইডি-র এক পদক্ষেপেই তিহাড় সেলে আতঙ্ক

বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে ইডির হাজিরা-ও এড়াতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই কথা৷ রবিবার বিকেল পৌনে সাড়ে ৪টা নাগাদ দিল্লিতে রওনা দেওয়ার উদ্দেশে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন তিনি৷ সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন৷ কেন্দ্রের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, ‘‘ধমকে চমকে লাভ হবে না.. এর শেষ দেখে ছাড়ব৷’’

advertisement

আরও পড়ুন: ‘এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়!’, বিমানবন্দরে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক! ‘বিগ ডে’র আগে রওনা হলেন দিল্লি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এদিন দিল্লি যাত্রার আগে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ফের বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক৷ দাবি করেন, নির্বাচনে পরাজিত হয়েই প্রকল্পের টাকা না দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের শাসকদল৷ বলেন, ‘‘হেরে গিয়ে বাংলার মানুষের টাকা আটকে রাখা! বিজেপি গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে৷’’ তাঁর প্রশ্ন, ‘‘ (বিজেপি) রাজ্য সভাপতি বলছে এক ফোন করব টাকা চলে আসবে!’’ এদিকে, তৃণমূলের দিল্লি কর্মসূচিকে চাপে রাখতে বিজেপি সাংসদরাও দিল্লিতে কোমর বাঁধছেন। সেই সূত্রেই বঙ্গ বিজেপি সাংসদদের দিল্লি উড়ে যাওয়া।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc Vs Bjp: তৃণমূলের পাল্টা বিজেপি, দিল্লিতে বড় প্ল্যান! রবি রাতেই দিল্লিতে বঙ্গ BJP সাংসদরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল