তৃণমূল সূত্রের খবর, পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের এই আচরণ একেবারেই ভাল ভাবে নেয়নি দল৷ এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ স্থানীয় বিধায়ক তথা পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা বলার জন্যও চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে দলের পক্ষ থেকে৷
advertisement
দলের জনপ্রতিনিধিদের এই ধরনের আচরণ মেনে নেওয়া হবে না, সেই বার্তাই এই ঘটনায় দিতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আজই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে তৃণমূল৷
যে কাউন্সিলরকে নিয়ে এই বিতর্ক, সেই শ্রাবন্তী রায়ের অবশ্য দাবি, রাস্তায় নিয়ম না মেনে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী৷ তার প্রতিবাদ করাতেই গালিগালাজ এবং হুমকি দিতে শুরু করেন ওই তরুণী৷ ভাইরাল ভিডিও-তে অবশ্য দেখা গিয়েছে, তৃণমূল কাউন্সিলরই প্রথমে ওই তরুণীকে চড় মারছেন৷ তিনি যে মোটরসাইকেলে ছিলেন, ওই তরুণী সেটির চাবিও কেড়ে নিতে যান বলে অভিযোগ ওই কাউন্সিলরের৷
শ্রাবন্তী রায় বলেন, ‘আমি স্বীকার করেছি যে আমি আগে ওকে মেরেছি৷ পুলিশের সামনেও আমি তা স্বীকার করেছি৷ ওই তরুণী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ তখনই ওই আচরণের প্রতিবাদ করার জন্য আমি ওকে মেরেছি৷ ওই মেয়েটিও প্রতিরোধ করতে গিয়ে পাল্টা আমাকে মারে৷’
সহ প্রতিবেদন- সুবীর দে