TRENDING:

TMC: চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামছে তৃণমূল, আজ কলকাতায় মিছিল, শুক্রবার হবে জেলায় জেলায়

Last Updated:

TMC to hold protest: সুপ্রিম কোর্টের রায়ের পর দিশাহারা অবস্থা চাকরিহারা শিক্ষকশিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, তিনি যোগ্যদের পাশে থাকবেন। চাকরিহারাদের স্কুলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। সোমবার চাকরিহারাদের নিয়ে বৈঠক করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। চাকরি বাতিল কাণ্ডে বিজেপি এবং সিপিআইএমকে নিশানা করেছেন মমতা। আজ, বুধবার প্রতিবাদ মিছিলের ডাক দিল তৃণমূল-কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসে সভাপতি সুব্রত বক্সি ঘোষণা করলেন মিছিলের। তিনি বলেন, ‘‘বিজেপি ও সিপিআইএমের গভীর ষড়যন্ত্রের ফলে ২৬ হাজার বাংলার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি চলে গেল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যুব ছাত্ররা সম্মিলিতভাবে ৯ এপ্রিল বুধবার এক বিশাল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবে।’’
চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামছে তৃণমূল (File Photo)
চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামছে তৃণমূল (File Photo)
advertisement

আরও পড়ুন– টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়, সপ্তাহান্তে আরও বাড়বে বৃষ্টি

আজ, ৯ এপ্রিল বিকেল ৩টে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রত্যেক জেলা, ব্লক/ওয়ার্ড ও টাউনে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল সংঘটিত হবে ১১ এপ্রিল শুক্রবার। ছাত্র ও যুব সংগঠন এই মিছিল করবে। আজ ৯ এপ্রিল বিকেল ৩টে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, চাকরি খাওয়ার প্রতিবাদে মিছিল ডাকা হল। ছাত্র ও যুব সংগঠন এই মিছিল করবে। বিরোধীরা যদিও প্রত্যাশিত ভাবে চাকরিহারাদের দুর্দশার জন্য মুখ্যমন্ত্রী মমতা, তাঁর সরকার এবং তাঁর দল তৃণমূলকেই দায়ী করেছেন।

advertisement

আরও পড়ুন– বলিউডের এই ৭টি ছবি দুর্ভাগ্য বয়ে এনেছিল গোবিন্দার ফিল্মি কেরিয়ারে, নাহলে আজও অক্ষুণ্ণ থাকত তাঁর স্টারডম

তাঁদের বক্তব্য, টাকা নিয়ে চাকরি দেওয়া, ওএমআর শিট নষ্ট তাঁর সরকারই করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘কে যোগ্য, কে অযোগ্য, তা রাজ্য সরকার জানে।’’ মুখ্যমন্ত্রীকে তাঁর কটাক্ষপূর্ণ পরামর্শ, ‘‘আপনিই সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। আপনি তো আইনজীবী বলেন নিজেকে। তা হলে আপনিই যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করুন।’’ মমতাকে বিঁধেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী এখন ‘সাধু’ সাজার চেষ্টা করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘আদালতের রায়ে আমার হৃদয় পাথর হয়ে যাচ্ছে। আমি লাল-নীল-গেরুয়া কোনও রং দেখব না। তাতে আমাকে ওরা জেলে ভরলে ভরুক। আমরা সব সময় চাই, কোনও যোগ্য ব্যক্তির চাকরি যেন না-যায়।’’ যোগ্যদের কারও চাকরি কেড়ে নিতে দেবেন না, চ্যালেঞ্জ করে জানান মমতা। তাঁর কথায়, ‘‘শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামছে তৃণমূল, আজ কলকাতায় মিছিল, শুক্রবার হবে জেলায় জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল