advertisement
এ দিন আরও একবার ভিডিওটি শেয়ার করে আগামী দুদিনের কর্মসূচির কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর রাজ্য জুড়ে সব পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের নেতাকর্মীরা। গণস্বাক্ষর সংগ্রহের কাজও চলবে পাশাপাশি।কোভিড বিধি মেনেই সব কর্মসূচি পালনের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।
গত ৪০ দিন কলকাতায় লাগাতার বেড়েছে পেট্রোলের দাম। সরাসরি টান পড়ছে মধ্যবিত্তর পকেটে। পাল্লা দিয়েই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। তৃণমূল চাইছে এই ইস্যুকে বৃহত্তর মঞ্চে কাজে লাগাতে।একদিকে যেমন প্রত্যেক বিধায়ক-নেতা স্ব স্ব জেলায় পথে নামবেন,তেমনই আসন্ন বাদল অধিবেশনে লোকসভাতেও এই নিয়ে ঝড় তুলতে চায় তৃণমূল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সংসদ কক্ষে নেতৃত্ব দেবেন।
ইতিমধ্যেই নিজেই নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন, জ্বালানি কর কমানোর প্রস্তাব দিয়ে। চিঠিতে মমতা স্পষ্ট পরিসংখ্যান তুলে দিয়ে লিখেছেন, মে মাসে ৮ বার পেট্রোলের দাম বেড়ে গিয়েছে। জুনে দাম বেড়েছে মোট ৬ বার। আর জুলাইয়ের প্রথম সপ্তাহেই ৪ বার দাম বাড়ল পেট্রোলের। পাশাপাশি তিনি সেস নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন। আগামী দিনে তিনি এই ইস্যুতে আরও সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নোটবন্দির সময় থেকেই জনতার ইস্যুতে দ্রুত বিরোধিতার অবস্থান নেওয়া তৃণমূলের রাজনৈতিক কৌশল। এবারেও তার অন্যথা হচ্ছে না।