TRENDING:

TMC Vision for Kolkata: ইস্তেহার নয়, কলকাতার উন্নয়নের রূপরেখা প্রকাশ করবে তৃণমূল! থাকতে পারে বড় চমক

Last Updated:

নিছক ইস্তেহার প্রকাশ করে ভোটের লড়াইয়ে নামার প্রয়োজন নেই বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব (TMC vision for KMC elections 2021)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইস্তেহার নয়, পুরভোটের (KMC Elections 2021) আগে আগামী পাঁচ বছরে কলকাতার উন্নয়নের রূপরেখা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)৷ শনিবার বেলা দুটোয় মহারাষ্ট্র নিবাস হলে এই রূপরেখা প্রকাশ করা হবে৷ আগামী পাঁচ বছর কলকাতাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখা হিসেবেই একে দাবি করছে তৃণমূল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনের প্রচারের শুরু থেকেই বলা হচ্ছে, গত এক দশকে তাদের আমলে কলকাতা পুর এলাকার কী উন্নয়ন হয়েছে, সেই খতিয়ানকে সামনে রেখেই নির্বাচনে লড়াইয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তারা৷

আরও পড়ুন: প্রার্থী প্রিয়জন, ওয়াররুমে আপনজন! কলকাতার ভোট-বাজারে নেতাদের চালিকাশক্তিরাও

শাসক দলের তরফে দলের প্রার্থী, নেতা- কর্মীদেরও একই পরামর্শ দেওয়া হয়েছে৷ ফলে নিছক ইস্তেহার প্রকাশ করে ভোটের লড়াইয়ে নামার প্রয়োজন নেই বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ বরং যে কাজ গত দশ বছরে হয়েছে, তার উপরে ভিত্তি করেই আগামী দিনে কলকাতার উন্নয়নে আরও কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই রূপরেখা প্রকাশ করা হবে বলে দাবি করা হচ্ছে শাসক দলের সূত্রে৷

advertisement

আরও পড়ুন: তৃণমূল থেকে বহিষ্কৃত সচ্চিদানন্দ, তনিমা! নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর শাস্তি

ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বদের উপস্থিত থাকার কথা৷ তবে শাসক দল সূত্রে খবর, কলকাতার উন্নয়নে নিয়ে পরিকল্পনায় বড় চমক থাকার সম্ভাবনা প্রবল৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইতিমধ্যেই পুরভোটের ইস্তেহার প্রকাশ করে ফেলেছে বামেরা৷ ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি-ও৷ যদিও পুরভোটের জন্য সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক দিয়েছে শাসক দল৷ ইস্তেহার প্রকাশে দেরি হলেও কলকাতার উন্নয়নের পরিকল্পনাতেও বড় কোনও চমক দিতেই পারে তারা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Vision for Kolkata: ইস্তেহার নয়, কলকাতার উন্নয়নের রূপরেখা প্রকাশ করবে তৃণমূল! থাকতে পারে বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল