শমীকের দাবি, ‘‘ ঘটনার সঙ্গে মন্ত্রীর দূর পর্যন্ত কোনও যোগ নেই। এবার যদি বিজেপি বলে মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব তাহলে উনি সামাল দিতে পারবেন তো? এটা রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত নয় ৷ ’’
আরও পড়ুন- ষড়যন্ত্রে সত্যের ক্ষতি হয় না, হিন্ডেনবার্গ ইস্যুতে বিজেপি-র ভয় নেই: মুখ খুললেন অমিত শাহ
advertisement
বিএসএফের গুলিতে কোচবিহারে রাজবংশী যুবকের মৃত্যুর অভিযোগ। প্রতিবাদে আগামী রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশীথের পাল্টা চ্যালেঞ্জ, ‘‘ক্ষমতা থাকলে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রক ঘেরাও করুন।’’ এভাবেই দুই ফুলের তরজায় হাওয়া গরম।
কোচবিহারের মাথাভাঙ্গার কলেজ ময়দানে গত শনিবার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ডেকে নেন বিএসএফের গুলিতে নিহত স্থানীয় রাজবংশী যুবকের পরিবারকে। নিহত যুবকের মা, বাবা ও ভাইকে পাশে নিয়ে অভিষেক চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, ‘‘আমি সন্তানহারা বাবা মা-র সামনে কথা দিয়ে যাচ্ছি যিনি এই কাজ করেছেন, তাঁর মাথায় যদি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরও হাত থাকে, আমি এর শেষ দেখে ছাড়ব।’’
আরও পড়ুন- বছরের প্রথম সূর্যগ্রহণেই ধনাগম, এই তিন রাশির জাতক-জাতিকারা দেখতে চলেছেন টাকার মুখ!
এখানেই শেষ নয়, আরও একধাপ সুর চড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়েরও হুঁশিয়ারিও দেন অভিষেক। দলীয় নেতা শমীক ভট্টাচার্যের সুরে সুর মিলিয়ে পদ্ম শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন,'চাকরি নেই, কি করবে বিরোধিতা করে একটা উত্তেজনা তৈরি করতে চাইছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা। আর মিডিয়ায় থাকা। ওদের নেতাদেরই তো বাড়ি ঘেরাও হচ্ছে' । বিএসএফের গুলিতে যে যুবকের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে তিনি রাজবংশী সম্প্রদায়ের। উত্তরবঙ্গে রাজবংশীরা বড় ফ্যাক্টর। কারণ, উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় তিরিশ শতাংশ । আর কোচবিহারে রাজবংশী ভোট ৬২ শতাংশ।
উত্তরবঙ্গে ৫৪টি বিধানসভা আসন। এর মধ্যে তিরিশটি আসনে রাজবংশী ভোট ২৫ শতাংশের বেশি। এর মধ্যে একুশের বিধানসভা ভোটে তৃণমূল পায় ৯টি আসন। বিজেপি ২১টি। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মন পেতে এখন মরিয়া জোড়াফুল শিবির। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আগামী রবিবার নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘রাজবংশী সম্প্রদায়ের এক যুবকের মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল। উনি রাজবংশীদের উস্কানোর যতই চেষ্টা করন না কেন, লাভ হবে না ৷ ’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী