TRENDING:

Assembly Bypoll results : 'মানুষের জনাদেশ বিজেপির বিরুদ্ধে, সারা দেশেই ভরাডুবি!' দলকেও বার্তা দিলেন মমতা

Last Updated:

Assembly By Election Results 2024: উপনির্বাচনে জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মানুষকে ধন্যবাদ দেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে একাধিক প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে উপনির্বাচনে চারটি আসনের মধ্যে চারটিই জিতেছে তৃণমূল, ক্রিকেটের পরিভাষায় বলতে গেলে বিজেপিকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে রাজ্যের শাসক দল। উপনির্বাচন হওয়া চারটি আসনের মধ্যে তিনটি ছিল এর আগে বিজেপির দখলে, একটি মাত্র ছিল তৃণমূলের। এবার সব আসনেই ফুটল ঘাসফুল। লোকসভা নির্বাচনের পরেই বিধানসভা উপনির্বাচনে এমন জযের পরে স্বভাবতই আত্মবিশ্বাসী তৃণমূল।
কী বললেন মমতা?
কী বললেন মমতা?
advertisement

আরও পড়ুন: মানিকতলায় জিতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের, কুণালকে দায়িত্ব দিল দল

উপনির্বাচনে জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মানুষকে ধন্যবাদ দেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকের জয়ের রাজনৈতিক গুরুত্ব আছে। চারটে আসনের মধ্যে তিনটে ছিল বিজেপির, সব কটাই আমরা জিতলাম। আজকের এই জয় মানুষের জয়”।

আগামী সপ্তাহেই ২১ জুলাইয়ের মেগা সমাবেশ। তার আগে লোকসভা এবং বিধানসভায় এই সাফল্য প্রসঙ্গে মমতা বলেন, “লোকসভা এবং বিধানসভা উপানির্বাচনের এই জয় ২১ জুলাইকে উৎসর্গ করব। এত বাধার মধ্যেও মানুষ ভোট দিচ্ছেন৷ সব চক্রান্ত মানুষ রুখে দিচ্ছেন”৷ সেই সঙ্গে দলের পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দেন এবং দুষ্কর্মে লিপ্ত থাকাদের হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, “যত মানুষের কাজ করা যাবে যত মানুষের বিপদে পাশে থাকা যাবে, মানুষের সাথী হওয়া যাবে তত বেশি মানুষ আমাদের ভালোবাসবে। এর থেকে কেউ যদি বিচ্যুত হয় সে নিজেরটা বুঝে নেবে।”৷ উপনির্বাচনে গোটা দেশেই শোচনীয় ফল করেছে বিজেপি। সেই প্রসঙ্গও উঠে এল মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, “আমি শুনেছি গোটা ভারতবর্ষেই বিজেপি হেরেছে, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে”।

advertisement

আরও পড়ুন: আবার ভয়াবহ বজ্রপাত, এবার প্রাণ গেল ২৫ জনের, চারিদিকে শুধু হাহাকার

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এদিন উপনির্বাচনে জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে ন্য়ায় সংহিতা নিয়ে বলেন, “অনেক রাজ্যই সরব হয়েছে, আগামী বিধানসভা অধিবেশনেই আমরা রেজোলিউশন আনব। আইনজীবী থেকে পুলিশ-সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অনেকের কাছেই এই বিল সম্পর্কে ধারণা স্পষ্ট নয়।” ন্যায় সংহিতা বিল রিভিউ করার দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে জানান, রিভিউ না করলে নতুন সরকার এসে এই বিল রিভিউ করবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Bypoll results : 'মানুষের জনাদেশ বিজেপির বিরুদ্ধে, সারা দেশেই ভরাডুবি!' দলকেও বার্তা দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল