একই সঙ্গে তৃণমূল স্পষ্ট করে দিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ অর্পিতা মুখোপাধ্যায়ও যে দলের কেউ নন, তাও স্পষ্ট করে দিয়েছে তৃণমূল৷ কুণাল ঘোষের দাবি, এই ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনও প্রশ্ন নেই৷
আরও পড়ুন: অসুস্থ পার্থ, শারীরিক পরীক্ষার নির্দেশ আদালতের! এসএসকেএম নিয়ে আপত্তি ইডি-র
advertisement
কুণাল ঘোষ বলেন, 'এই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই৷ যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গেও তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ এর সঙ্গে কোনও ভাবে সম্পর্কের কথা বলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে৷ তৃণমূল কংগ্রেস আইন এবং আদালতের উপরে পূর্ণ আস্থা রাখে৷ আদালতে বিষয়টি গিয়েছে৷ এ বিষয়ে দু' টি বক্তব্য আছে দলের৷ সিবিআই বা ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দীর্ঘমেয়াদী হয়৷ এই টাকার উৎস কী,যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে বিষয়টি জানিয়ে দিেত হবে৷ নোটবন্দি হওয়ার পরেও এত বেআইনি টাকা, কালো টাকা এলো কী করে? সেটাও পরিষ্কার হওয়া দরকার৷ বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তৃণমূল দলগত ভাবে এবং তৃণমূল পরিচালিত সরকার নিশ্চিত ভাবেই সেই ব্যবস্থা নেবে৷'
আরও পড়ুন: 'আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে', অর্পিতাকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি
এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিল দল৷ একই সঙ্গে অতীতের মতো এবারেও বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্বেই সরব হয়েছে রাজ্যের শাসক দল৷
রাজ্যের আর এক মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও মন্ত্রিসভার সিনিয়র সদস্যের পাশে দাঁড়িয়ে বলেন, 'দু' মাস আগে পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকে গেলে ইডি-র তদন্ত হত না, কিছু খুঁজে পেত না৷ তৃণমূলে ছিল তাই তাঁর বিরুদ্ধে তদন্ত ষড়যন্ত্র হয়েছে৷ আমি তৃণমূলে ছিলাম বলে আমাকে জেলে যেতে হয়েছিল৷ কিন্তু ওই একই মামলায় বিজেপি-তে গিয়ে অন্য একজনকে তদন্তের মুখোমুখি হতে হয়নি৷ ' নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেন ফিরহাদ৷ পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের শিকার হলে তৃণমূল তার প্রতিরোধ করবে বলেও জানান ফিরহাদ৷
রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ, একুশে জুলাইয়ের সমাবেশে যেভাবে জনবিস্ফোরণ ঘটেছে. তা দেখে ভয় পেয়ে গিয়েই ফের তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে নতুন করে ষড়যন্ত্র করছে বিজেপি৷