TRENDING:

TMC on Partha Chatterjee: অভিযোগ প্রমাণিত হলে তবেই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা, অবস্থান স্পষ্ট করে জানালো তৃণমূল

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করতে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না তৃণমূল কংগ্রেস৷ এমন কি, তাঁকে যে মন্ত্রিত্ব থেকেও সরানো হবে না, তাও স্পষ্ট করে দিল রাজ্যের শাসক দল৷ এ দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন৷ তার আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করতে এই তিন নেতার সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
পার্খর পাশেই দল৷
পার্খর পাশেই দল৷
advertisement

একই সঙ্গে তৃণমূল স্পষ্ট করে দিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ অর্পিতা মুখোপাধ্যায়ও যে দলের কেউ নন, তাও স্পষ্ট করে দিয়েছে তৃণমূল৷ কুণাল ঘোষের দাবি, এই ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনও প্রশ্ন নেই৷

আরও পড়ুন: অসুস্থ পার্থ, শারীরিক পরীক্ষার নির্দেশ আদালতের! এসএসকেএম নিয়ে আপত্তি ইডি-র

advertisement

কুণাল ঘোষ বলেন, 'এই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই৷ যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গেও তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ এর সঙ্গে কোনও ভাবে সম্পর্কের কথা বলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে৷ তৃণমূল কংগ্রেস আইন এবং আদালতের উপরে পূর্ণ আস্থা রাখে৷ আদালতে বিষয়টি গিয়েছে৷ এ বিষয়ে দু' টি বক্তব্য আছে দলের৷ সিবিআই বা ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দীর্ঘমেয়াদী হয়৷ এই টাকার উৎস কী,যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে বিষয়টি জানিয়ে দিেত হবে৷ নোটবন্দি হওয়ার পরেও এত বেআইনি টাকা, কালো টাকা এলো কী করে? সেটাও পরিষ্কার হওয়া দরকার৷ বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তৃণমূল দলগত ভাবে এবং তৃণমূল পরিচালিত সরকার নিশ্চিত ভাবেই সেই ব্যবস্থা নেবে৷'

advertisement

আরও পড়ুন: 'আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে', অর্পিতাকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি

এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিল দল৷ একই সঙ্গে অতীতের মতো এবারেও বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্বেই সরব হয়েছে রাজ্যের শাসক দল৷

advertisement

রাজ্যের আর এক মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও মন্ত্রিসভার সিনিয়র সদস্যের পাশে দাঁড়িয়ে বলেন, 'দু' মাস আগে পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকে গেলে ইডি-র তদন্ত হত না, কিছু খুঁজে পেত না৷ তৃণমূলে ছিল তাই তাঁর বিরুদ্ধে তদন্ত ষড়যন্ত্র হয়েছে৷ আমি তৃণমূলে ছিলাম বলে আমাকে জেলে যেতে হয়েছিল৷ কিন্তু ওই একই মামলায় বিজেপি-তে গিয়ে অন্য একজনকে তদন্তের মুখোমুখি হতে হয়নি৷ ' নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেন ফিরহাদ৷ পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের শিকার হলে তৃণমূল তার প্রতিরোধ করবে বলেও জানান ফিরহাদ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, বাড়িতে বসেই প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন

রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ, একুশে জুলাইয়ের সমাবেশে যেভাবে জনবিস্ফোরণ ঘটেছে. তা দেখে ভয় পেয়ে গিয়েই ফের তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে নতুন করে ষড়যন্ত্র করছে বিজেপি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC on Partha Chatterjee: অভিযোগ প্রমাণিত হলে তবেই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা, অবস্থান স্পষ্ট করে জানালো তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল