বিধানসভা ভোটে রীতিমতো পর্যুদস্ত হয়েছে BJP। তারপর থেকেই দলবদল শুরু হয়েছে তৃণমূলের পক্ষে। মুকুল রায় (Mukul Roy) সহ চার বিজেপি বিধায়ক ইতিমধ্যেই নাম লিখিয়েছেন শাসক দল TMC-তে। রীতিমতো আলোড়ন ফেলে সদ্যই তৃণমূলে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আর বাবুলের তৃণমূলে যোগদানের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেছেন, খেলা তো সবে শুরু হল৷ আগামীতে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে।
advertisement
এরই মধ্যে জল্পনা ছড়িয়েছে, বাবুলের পথ ধরেই এবার ঘাসফুল শিবিরের দিকে পা বাড়িয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কালীঘাটে নাকি ইতিমধ্যেই তিনি বৈঠক সেরে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন লকেট। ট্যুইট করে জানিয়েছেন, 'আয়ারাম-গয়ারাম রাজনীতিতে আমি বিশ্বাস করি না।' তাঁর দলবদলের জল্পনাকে 'ফেক নিউজ' বলে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: হঠাৎ কৌশল বদল! শেষবেলায় 'এই' পথে ভবানীপুরের 'খেলা' ঘোরাতে চাইছে BJP...
তাতেও অবশ্য কানাঘুষো থেমে থাকছে না। সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কী বলেছিলেন ফিরহাদ? ভবানীপুরের ভোট-প্রচারে বেরিয়ে ফিরহাদ দাবি করেছিলেন, 'কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে বিজেপি ছেড়ে তৃণমূলে, চিন্তা করতে পারবেন না। এমনকী অনেক বিধায়কও আসছেন, আরও আসবেন।' ফিরহাদের সেই 'বিরাট নাম' লকেট চট্টোপাধ্যায় কিনা, তা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
এরই মধ্যে কুণাল ঘোষের ট্যুইট জল্পনা আরও বাড়াল। ট্যুইটারে তৃণমূল মুখপাত্র লিখেছেন, 'ধন্যবাদ ও অভিনন্দন 'স্টার ক্যাম্পেনার' লকেট চট্টোপাধ্যায়কে ভবানীপুরে প্রচার না করার জন্য। বিজেপির বহু অনুরোধ সত্ত্বেও আপনি যাননি। একজন বন্ধু হিসেবে আপনার সাফল্য কামনা করছি। পৃথিবীটা খুবই ছোট। আশা করব, সেই দিনগুলি আবার ফিরে আসবে, যখন আপনি আপনার রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন।' কুণালের এই ইঙ্গিতবাহী ট্যুইটেই ফের পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতির।